'ঈদের দিন সকালে প্রতিবেশী মেয়েদের হাতে রঙিন মেহেদি দেখে মনে হল, আমার হাতে কেন নেই?'
Published : 01 Apr 2025, 03:06 PM
ঈদের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন প্রিয়জন পাশে থাকে।
২০২১ সালের কোরবানির ঈদটা ছিল আমার জীবনের সবচেয়ে আলাদা, সবচেয়ে কষ্টের ঈদ। কারণ, ওই বছর আমার বাবা আর মা হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন।
একদিকে ছিল তাদের হজ পালনের আনন্দ, অন্যদিকে তাদের শূন্যতা অনুভব করছিলাম। ঈদের সময় আমাদের ঘরভর্তি আনন্দ, হাসি, রান্নার ঘ্রাণ, কোরবানির প্রস্তুতিসহ কত কিছু থাকত, কিন্তু ওই ঈদে যেন সব ফাঁকা হয়ে গিয়েছিল।
বাবা-মা না থাকায় চাঁদরাতের আনন্দটাই হারিয়ে গিয়েছিল। কোরবানির জন্য কোনো পশু কেনা হয়নি। কারণ এসব তো সাধারণত বাবার সিদ্ধান্তে হয়, আর বাবা ছিলেন অনেক দূরে। রাতে আমি বিছানায় শুয়ে শুধু কেঁদে গিয়েছিলাম, কারও সাথে কথা বলতে মন চায়নি।
ঈদের দিন সকালে প্রতিবেশী মেয়েদের হাতে রঙিন মেহেদি দেখে মনে হল, আমার হাতে কেন নেই? মা না থাকলে আমাকে মেহেদি দেবে কে? মনে হচ্ছিল পুরো দুনিয়াই যেন ফাঁকা।
ঈদের নতুন জামা ছিল, খাবার ছিল, শুভেচ্ছা ছিল, কিন্তু কোথায় যেন শূন্যতা! কিছুতেই ভালো লাগছিল না।
প্রতিবার ঈদ মানেই ছিল আমরা সবাই একসঙ্গে থাকব, মজা করব। কিন্তু ওইবার, বাবা-মা না থাকায় বুঝতে পেরেছি ঈদ মানেই শুধু খাবার বা নতুন জামা নয়, ঈদের আসল আনন্দ হল প্রিয় মানুষদের সঙ্গে থাকা।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: ঢাকা।