ইংরেজি সাহিত্য ও নাটকের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম উইলিয়াম শেক্সপিয়ার। আমি নবম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই থেকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জানতে পারি।
Published : 05 May 2024, 02:03 PM
ইংরেজি সাহিত্য ও নাটকের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম উইলিয়াম শেক্সপিয়ার। আমি নবম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই থেকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জানতে পারি।
বইয়ে উল্লেখিত তথ্যমতে, তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপ অন অ্যাভনে ১৫৬৪ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জন শেক্সপিয়ার ও মেরি আরডেনের তৃতীয় সন্তান।
রানী এলিজাবেথের শাসনামলে তিনি নাট্যকার হিসেবে প্রসিদ্ধি লাভ করেন বলে বইয়ে উল্লেখ আছে। তিনি সেই সময়ের একটি নেত্রী স্থানীয় নাটকের দল ‘লর্ড চেম্বারলেইনস ম্যান’ এর সঙ্গে যুক্ত হয়েছিলেন।
শিল্প ও সংস্কৃতি বইয়ের তথ্যমতে, কালজয়ী এই সাহিত্যিক ৩৭টি নাটক, একশ ৫৪টি সনেট ও দুইটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা রচনার মাধ্যমে ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করেন। তাকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হয়।
চার শতাব্দীর বেশি সময় ধরে শেক্সপিয়ারের কাজগুলো সারা বিশ্বে চর্চা করা হচ্ছে। এমনকি আমাদের দেশে তার নাটক ব্যাপকভাবে সমাদৃত। ১৬১৬ সালে মহান এই সাহিত্যিক ও নাট্যকারের জীবনাবাসন ঘটে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।