বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ১৫ জন রোগী।
Published : 07 Feb 2024, 08:28 AM
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এইডিস মশাবাহিত রোগটিতে প্রাণ হারালেন রেকর্ড ৭৫২ জন।
তাদের মধ্যে ঢাকায় ৫৩১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২১ জন মারা গেছেন।
এর আগে ২০১৯ সালে ১৭৯ জন এবং ২০২২ সালে সারাদেশে ২৮১ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫৬ জন রোগী। তাতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২২৮ জনে।
এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৫ হাজার ২৯১ জন, আর ঢাকার বাইরে ৬৮ হাজার ৯৩৭ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ১৫ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৪২২২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৭৯৩ জন।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)