ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

এ বছর সব মিলিয়ে ১৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 04:13 PM
Updated : 12 Nov 2023, 04:13 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে; এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৫১ জন ঢাকা মহানগরের এবং ১৩৯৭ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।


নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন ঢাকার এবং ১ লাখ ৮৮ হাজার ২৫৪ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ২ জন এবং ঢাকার বাইরে ৮ জন। এ বছর সব মিলিয়ে যে ১৪৭৬ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬১৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।


রোববার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের ১৫৮৮ জন ঢাকায় এবং চার হাজার ৫৯৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭  হাজার ৭৬৯ জন হাসপাতালে  ভর্তি হয়।  ১২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৬৫৭ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ১২৮ জনের।