ডেঙ্গু: ঢাকার বাইরে মৃত্যু ৫০০ জনের

এইডিস মশাবাহিত এ রোগে এ পর্যন্ত এ বছর দেশজুড়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 01:33 PM
Updated : 24 Oct 2023, 01:33 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের; তাদের মধ্যে সাতজনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এ বছর ঢাকার বাইরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে।

এইডিস মশাবাহিত এ রোগে এ পর্যন্ত এ বছর দেশজুড়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হল। এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৭৮৪ জন ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫২ জন রোগী। এতে ভর্তি রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন।

ভর্তি রোগীদের মধ্যে ৯৬ হাজার ৪১১ ঢাকায় এবং ১ লাখ ৬২ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৪৬ জন। এরমধ্যে ঢাকায় ২১০৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৪০ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ২৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবর মাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯৫ জনের।

Also Read: ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু