Published : 29 Apr 2025, 07:49 PM
বাংলাদেশে ৮১ দশমিক ৬ শতাংশ শিশু টিকা কার্যক্রমের আওতায় এলেও প্রায় ৫ লাখ শিশু টিকার সব ডোজ সময়মত পায় না বলে জানিয়েছে গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ৪ লাখের মত শিশু ঠিকমত সব টিকা পায়নি এবং ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি।
শহরাঞ্চলে টিকা না পাওয়ার হার বেশি। শহরে ৭৯ শতাংশ শিশু পুরোপুরি টিকা পেয়েছে, ২ দশমিক ৪ শতাংশ এক ডোজ টিকাও পায়নি এবং ৯ দশমিক ৮ শতাংশ টিকার সব ডোজ ঠিকমত পায়নি। গ্রামাঞ্চলে ৮৫ শতাংশ শিশু টিকার সব ডোজ পেয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুদের টিকাদানের হার বৃদ্ধিতে বাংলাদেশের ভালো অগ্রগতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ শিশু সময়মত টিকা না পাওয়ার বিষয়টি ‘উদ্বেগজনক’।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি (ওআইসি) স্ট্যানলি গোয়াভুয়া বলেন, প্রত্যন্ত এবং শহরের দরিদ্র এলাকার প্রতিটি শিশু ও নারীর কাছে পৌঁছানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।
“বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা অব্যাহত রাখবে ইউনিসেফ। এই সহায়তা দেওয়া হবে পরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান, সরবরাহ ব্যবস্থা, সংরক্ষণ ব্যবস্থা (কোল্ড চেইন), ডিজিটাল উদ্ভাবন ও চাহিদা পূরণের মাধ্যমে।”