এ বছর মোট ১০৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
Published : 02 Feb 2024, 06:46 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১ জন; মশাবাহিত এ রোগে নতুন করে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৫ জন ঢাকায় এবং ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৮৩ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৭১৬ জন।
শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৪ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৫৮।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন; তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছরই।