আগের সংখ্যা ছাড়িয়ে হাসপাতালে ১২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ১ জনের

একদিনে ভর্তি রোগীর সংখ্যা হিসেবে এটা বছরের সর্বোচ্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 12:35 PM
Updated : 16 August 2022, 12:35 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ১২৮ জন রোগী ভর্তি হয়েছেন; মারা গেছেন একজন।

একদিনে ভর্তি রোগীর সংখ্যা হিসেবে এটা বছরের সর্বোচ্চ। এর আগে রোববার ১১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ১০৮ জন ঢাকার। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান বলে ‍বুলেটিনে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ভর্তি রোগীদের মধ্যে সবথেকে বেশি ১৬ জন চট্টগ্রাম বিভাগের। তাদের আটজন কক্সবাজার এবং ছয়জন ব্রাহ্মণবাড়িয়া জেলার।

এছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৪২৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬১ জন। অন্যান্য বিভাগে ৬৩ জন চিকিৎসাধীন।

বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার উৎপাত বাড়ে। এর দংশনে আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পায় এই সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের পহেলা জানুয়ারি থেকে ১৬ অগাস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৫৭১ জনই ভর্তি হয়েছেন বর্ষা শুরুর পর জুলাইয়ে। অগাস্টের প্রথম ১৬ দিনে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৩ জন।

তাছাড়া জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন ও গত জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জুনে একজনের মৃত্যু হয়। সেটাই ছিল বছরের প্রথম মৃত্যু।

তাছাড়া এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয়জনই মারা গেছেন জুলাইয়ে। অগাস্টে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।