মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’ প্রিমিয়ার শো হয় ‘ঘুমর’ সিনেমার।
Published : 13 Aug 2023, 01:12 PM
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘রথ দেখা এবং কলা বেচা’ একসঙ্গে সেরেছে বলিউডের অভিনেতা অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘ঘুমর’ টিম।
মেলবোর্নে চলতি বছরের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’ প্রিমিয়ার শো হয় ‘ঘুমর’ সিনেমার। সেজন্য নির্মাতা আর বাল্কি তার অভিনয় শিল্পীদের নিয়ে সেখানে পৌঁছে যান কয়েকদিন আগে।
কাজের ফাঁকে আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেড়াতে যান এ সিনেমায় মূল ভূমিকায় কোচের চরিত্রে অভিনয় করা অভিষেক বচ্চন। সে সময় তার সঙ্গে ছিলেন সিনেমার ক্রিকেটার সৈয়ামি খের ও অঙ্গদ বেদী।
খেলার মাঠে দাঁড়িয়ে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিষেক লিখেছেন, “মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ঘুরে বেড়াতে পারাটা যে কি সম্মানের। এরপর প্রিমিয়ারের দিকে হাঁটতে হবে। শুভকামনা রইলো সবার জন্য।“
মেলবোর্নের ছবি শেয়ার করেছেন এ সিনেমার অভিনেত্রী শাবানা আজমীও।
তিনি লিখেছেন, “প্রিমিয়ার শোয়ের আগে অভিষেক, সৈয়ামি আর অঙ্গদ আমাকে একটি ইতালীয় রেস্তোরাঁয় লাঞ্চ করিয়েছে। তোমাকে মিস করেছি বাল্কি।“
‘ঘুমর’ মুক্তি পাবে আগামী ১৮ অগাস্ট। সিনেমার ট্রেইলার আসে গত ৪ অগাস্ট।
এক উচ্চাকাঙক্ষী নারী ক্রিকেটারের সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘ঘুমর’। যে ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কিন্তু এক দুর্ঘটনায় হারাতে হয়েছে ডান হাত। সেই সঙ্গে ভেঙে খানখান হয়ে যায় খেলা নিয়ে তার যাবতীয় স্বপ্ন। কেবল মৃত্যু কামনার তার দিন যায়, চেষ্টা করেন আত্মহননের।
মেয়েটিকে এমন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসেন তার কোচ। কোনো অবস্থাতেই হাল ছাড়তে নারাজ ওই কোচ তার শিষ্যকে নিয়ে এগোতে চান এক হাতেই।
এ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
ট্রেইলার প্রকাশের পর অভিষেকের অভিনয়ের প্রশংসা করে টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগের মত তারকা ক্রিকেটাররা। তারা প্রত্যেকেই সিনেমাটি দেখার প্রতীক্ষার কথা জানিয়েছেন।