মুম্বাইয়ে রূপান্তরকামী নারী গৌরী সাওয়ান্ত একবার এক যৌনকর্মীর সন্তানকে দত্তক নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ নয় নম্বর সিজনে এসে জিতে নেওয়া টাকায় যৌনকর্মীদের জন্য ঘর বানিয়ে দিয়েছিলেন তিনি। রূপান্তরকামীদের জীবনে নানা ধারনের সুবিধা এনে দিতে মুম্বাইয়ে গড়ে তুলেছিলেন ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ‘তালি’ নামের এক ওয়েব সিরিজে সেই গৌরী হয়েছেন বলিউড অভিনেত্রী সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। আর সেই সিরিজের টিজার এসেছে সোশাল মিডিয়ায়, যেখানে ‘গৌরীর’ লুকে সুস্মিতার নজরকাড়া সাজ আর অভিনয়ে সাংগঠনিক কাজে ‘বলিষ্ঠ’ নেতৃত্বের আভাস মিলেছে। আগামী ১৫ অগাস্ট জিওসিনেমায় আসছে ‘তালি’।
Published : 30 Jul 2023, 04:47 PM