সোশাল মিডিয়ায় আলোচনার বড় বিষয় এখন সুস্মিতা সেন আর ললিত মোদির প্রেম। শুভেচ্ছায় ভাসছেন যেমন, আবার বিদ্রুপও সইতে হচ্ছে। আর তা দেখে জবাবও দিলেন তারা।
Published : 17 Jul 2022, 11:18 PM
বলিউড তারকা সুস্মিতা আর আইপিএলের রূপকার ললিত মোদির প্রেম-ডেটিং-আংটি-বিয়ে নিয়ে কথার শুরু বৃহস্পতিবার। সূত্রপাত করেন ললিত, সুস্মিতার সঙ্গে তার ঘনিষ্ট কিছু ছবি পোস্ট করে। সেই সঙ্গে লেখেন- “বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।”
এর পরের পোস্টে সুস্মিতা স্পষ্ট কিছু না বললেও আলোচনা চলতেই থাকে। এর মধ্যে তসলিমা নাসরিন এক পোস্টে লেখেন- তার প্রিয় অভিনেত্রী কি অর্থের কাছে বিক্রি হয়ে গেলেন?
রোববার তার জবাব নিয়েই সোশাল মিডিয়ায় হাজির হলেন সাবেক মিস ইউনিভার্স। তিনি লিখলেন, “ভীষণ হৃদয়বিদারক! আমাদের চারপাশের দুনিয়াটা কেমন দুর্ভাগ্যময় আর অসুখী হয়ে যাচ্ছে।”
অর্থ লোলুপ বলে সমালোচনার জবাব তিনি দিয়েছেন এভাবে- “সোনার চেয়ে বেশি কিছু আমি খুঁজি, আর সোনার চেয়ে আমি হীরাই পছন্দ করি বেশি। আর হ্যাঁ, তা আমি নিজেই কেনার সামর্থ্য রাখি।”
অন্যদিকে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ললিত মোদিও ক্ষোভ জানিয়ে লিখেছেন- “কেন মিডিয়া এত মাতামাতি করছে, আমাকে ট্রল করছে ভুলভাবে। কেউ কি ব্যাখ্যা করতে পারবে … আমরা যেন এখনও মধ্য যুগে আছি, যেখানে দুজন মানুষ বন্ধু হতে পারে না … আমার পরামর্শ থাকবে, নিজেরা বাঁচুন, অন্যদেরও বাঁচতে দিন।”
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। ৪৬ বছর বয়সী এই নায়িকা তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
অবশ্য অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবনই আলোচনায় এসেছে বেশি। অভিনেতা, পরিচালক থেকে শুরু করে ক্রিকেটার ও ব্যবসায়ীর সঙ্গেও বিভিন্ন সময়ে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেছে।
২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিযোগিতার রূপকার ছিলেন ললিত মোদি। পরে সেই আইপিএল নিয়েই টাকা তসরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কর ফাঁকি এবং অর্থ পাচারের তদন্তের মধ্যেই ২০১০ সালে দেশ ছাড়েন, সেই থেকে তিনি লন্ডনে আছেন।