আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদীর সঙ্গে অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন।
Published : 17 Jul 2022, 05:00 PM
লোলিত মোদীর অতীত বিশ্লেষণ করে তসলিমা প্রশ্ন রেখেছেন- “সুস্মিতা কি তাহলে টাকার কাছে বিক্রি হয়ে গেলেন?”
মৌলবাদীদের হুমকিতে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়া তসলিমা কয়েক দেশ ঘুরে এখন ভারতে থাকছেন। সুস্মিতা-লোলিতর প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তুমুল আলোচনা চলছে, শুক্রবার ফেইসবুকে এক পোস্ট দিয়ে তাতে যোগ দিয়েছেন তিনি।
সুস্মিতার সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি তুলে ধরে তসলিমা লিখেছেন, “আমার সবচেয়ে ভালো লাগত সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগত তার সততা, সাহসিকতা, সচেতনতা, স্বর্নিভরতা, ভালো লাগত তার দৃঢ়তা, ঋজুতা।“
সেই সুস্মিতা কেমন করে লোলিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন, তা নিয়ে বিস্মিত সুস্মিতা।
তিনি লিখেছেন, “নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?”
সুস্মিতা কি সত্যি লোলিতের প্রেমে পড়েছেন? তসলিমার তা বিশ্বাস হতে চায় না। তার ভাষায়, “টাকার প্রেমে যারা পড়েন, তাদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।“
২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিযোগিতার রূপকার ছিলেন ললিত মোদী। পরে সেই আইপিএলে টাকা তসরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
কর ফাঁকি এবং অর্থ পাচারের তদন্তের মধ্যেই ২০১০ সালে দেশ ছাড়েন লোলিত মোদী, সেই থেকে তিনি লন্ডনে আছেন।
সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে টুইটারে নিজের ছবি পোস্ট করে ‘নতুন জীবন শুরুর’ ঘোষণা দেন লোলিত মোদী।
এরপর থেকে সুস্মিতার বক্তব্য জানার অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা। ২৪ ঘণ্টা না পেরুতেই সুস্মিতা ইনস্টাগ্রামে নিজের দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দেন, তিনি বিয়ে করছেন না। ‘নিঃশর্ত ভালোবাসায় ডুবে থেকে’ নিজের জীবন ও কাজে ফিরতে চান।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। ৪৬ বছর বয়সী এই নায়িকা তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
অবশ্য অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবনই আলোচনায় এসেছে বেশি। অভিনেতা, পরিচালক থেকে শুরু করে ক্রিকেটার ও ব্যবসায়ীর সঙ্গেও বিভিন্ন সময়ে তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেছে।
এদিকে সুস্মিতার সঙ্গে ছবি প্রকাশ করার পর নানা ধরনের ‘ট্রলের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন লোলিত মোদী।
ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, “আমরা কি মধ্যযুগে বসবাস করছি? দুজন মানুষ বন্ধু হতে পারে না? সময় ভালো কাটলে তাদের মধ্যে কোনো ম্যাজিক কাজ করতে পারে না? মিডিয়া আমাদের এইভাবে ট্রল করছে কেন?”
মিডিয়াকে উদ্দেশ করে লোলিত বলেন, “আপনারা নিজেরা বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। সঠিক খবর লিখুন, গসিপ নয়। তথ্য যদি সঠিকভাবে না জানেন তো আমাকে জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। “
‘বিকৃত মানসিকতা’ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে মন্তব্য করে লোলিত বলেন, “যখন কারও ভালো হয়, বাকির সহ্য করতে পারেন না।“