জীবনে ৪৬টি বসন্ত পেরিয়ে কি এবার বিয়ের পিঁড়িতে বসছেন সুস্মিতা সেন?
Published : 14 Jul 2022, 11:44 PM
অনামিকায় আংটিসহ এই বলিউড তারকার ছবি যে কৌতূহল তৈরি করেছে, তা অনেকটাই নিশ্চিত করে দিয়েছে ললিত মোদির ঘোষণা।
সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে টুইটারে নিজের ছবি পোস্ট করে বৃহস্পতিবারই নতুন জীবন শুরুর ঘোষণা দেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি।
টুইটে তিনি লিখেছেন, “বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।
এর আধাঘণ্টা আগেই আরেকটি পোস্টে তিনি লিখেন, “পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্দিনিয়াসহ বৈশ্বিক পরিভ্রমণ শেষে কেবল লন্ডনে ফিরে এলাম।
“আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা না বললেই নয়। শেষ পর্যন্ত নতুন করে জীবন শুরু। খুবই খুশি।”
২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিযোগিতার রূপকার ছিলেন ললিত মোদি। পরে সেই আইপিএল নিয়েই টাকা তসরুপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
কর ফাঁকি এবং অর্থ পাচারের তদন্তের মধ্যেই ২০১০ সালে দেশ ছাড়েন, সেই থেকে তিনি লন্ডনে আছেন।
ললিত মোদি এর আগে ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। তাদের দুই এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে মিনাল ক্যান্সারে মারা যান।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা দুই বছর পর ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
এর আগে মডেল রোহম্যান শলের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতা সেনের। ২০১৮ সালে ইনস্টাগ্রামে তার সঙ্গে সুস্মিতার পরিচয়। তবে গত বছর তাদের সে সম্পর্কে ছেদ ঘটে।