কাশ্মিরি প্রেমিক রোহমান শোলের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন বলিউড তারকা সুস্মিতা সেন।
Published : 23 Dec 2021, 08:39 PM
কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের চিড় ধরা নিয়ে গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের কথা জানান এ বাঙালি অভিনেত্রী।
১৫ বছরের ছোট রোহমান শোলের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা; তিন বছরের ব্যবধবানে সেই সম্পর্কে ইতি টানলেও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবেন বলে জানান এ অভিনেত্রী।
৪৬ বছর বয়সী এ বলিউড তারকা রোহমানের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে তিনি লিখেছেন, “বন্ধু হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখনও বন্ধুই আছি। প্রেমের সম্পর্ক অনেক আগেই ইতি ঘটেছে; ভালোবাসা আছে।”
ভারতের উত্তর প্রদেশে জন্ম হলেও রোহমানের পৈতৃক নিবাস কাশ্মিরে; তিনি পেশায় একজন মডেল ও অভিনেতা।
এর আগে এক সাক্ষাৎকারে বাঙালি অভিনেত্রী সুস্মিতা জানান, ইনস্টাগ্রামে রোহমানের কাছ থেকে প্রথমে বার্তা পাওয়ার পর তাদের পরিচয়; পরে সেই সম্পর্ক গাঢ় হয় তাদের।
২০১৮ সালের শুরু থেকে বিভিন্ন পারিবারিক ও সামাজিক আয়োজনে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। তাদের সঙ্গে সুস্মিতার দুই সন্তান আলিশ ও রেনেকেও দেখা গেছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ ‘আরিয়া ২’ এ অভিনয় করে আলোচনায় আছেন সুস্মিতা।
১৯৯৪ সালে প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি।