চলতি বছর ফেব্রুয়ারিতে হার্ট অ্যাটাক হওয়ার কারণে এনজিওপ্লাস্টি করার পাশাপাশি হৃদযন্ত্রে স্টেন্ট পরতে হয় এই অভিনেত্রীকে।
Published : 28 Jul 2023, 01:08 AM
মাস কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এনজিওপ্লাস্টি করার পাশাপাশি মূল ধমনীতে ব্লক ধরা পড়ায় হৃদযন্ত্রে স্টেন্ট পরেছিলেন তিনি। তবে এখন কতটা সেরে উঠেছেন, সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সে কথা নিজেই জানালেন অভিনেত্রী।
বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম লাইভে এসে ভক্তদের প্রশ্নের জবাবে অভিনেত্রী তার স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। একই সঙ্গে তার আসন্ন ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’ সম্পর্কে ও জানান সুস্মিতা।
লাইভে তার স্বাস্থ্য সম্পর্কে এক ভক্তের জিজ্ঞাসায় অভিনেত্রী বলেন, “আমার শরীর ভালো আছে। আমি ভালো খাওয়া দাওয়া করছি।”
আরিয়ার সিজন ৩-এর সর্বশেষ অবস্থা নিয়ে সুস্মিতা বলেন, “আরিয়া ৩-এর জন্য ভীষণ ভাবে অপেক্ষা করছি। মনে হচ্ছে এটা দারুণ হবে। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। স্বাস্থের বিষয়টি সামলে নিয়ে এবার সিরিজটি নিয়ে এগোচ্ছি। অনেক কিছু বলার আছে। আশা করি, আপনাদের ভালো লাগবে।”
চলতি বছর ফেব্রুয়ারিতেই হার্ট অ্যাটাক করেছিলেন ৪৭ বছর বয়সী এই বলিউড তারকার। অসুস্থতার কারণে এতদিন ‘আরিয়া’ সিরিজের সিজন ৩-এর কাজ বন্ধ রেখেছিলেন। বর্তমানে সুস্থ হয়ে আবার কাজের ফিরেছেন তিনি।
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তারপর থেকে অভিনয়েই রয়েছেন।
অভিনয়ের চাইতেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত সুস্মিতা। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদ্বীপ হুড়া, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরও কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছে তার ভক্তরা।
তবে নানা সম্পর্কে জড়ালেও এখনও কারও সঙ্গে বিয়ের সম্পর্কে না জড়ানোর কারণেও বলিউডে আলোচিত তিনি।
আরও পড়ুন:
হার্ট অ্যাটাকের পর সুস্মিতা লিখলেন, হৃদয়টাকে সুস্থ রাখ
প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেনের বিচ্ছেদ ঘোষণা