সেরা নির্মাতা, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি পুরস্কার জিতেছে 'ওপেনহাইমার'।
Published : 19 Feb 2024, 01:18 PM
'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের' পর এবার 'বাফটা'র আসর মাতাল ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার'।
বাফটার এবারের আসরে সেরা নির্মাতা, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্ব অভিনেতাসহ সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতেছে এ সিনেমাটি। দ্বিতীয় অবস্থানে আছে ইয়োর্গস লান্থিমোসের 'পুওর থিংস'।
লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে 'দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের' আসর বসে রোববার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্র হাতে নিয়েছিল পারমাণবিক বোমা তৈরির প্রকল্প 'ম্যানহাটান প্রজেক্ট'। সেই প্রকল্পের প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার পরে 'পারমাণবিক বোমার জনক' আখ্যা পান। বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করেই এ সিনেমা বানিয়েছেন ক্রিস্টোফার নোলান।
অনুষ্ঠানে এ নির্মাতা বলেন, " সিনেমার পুরো টিমকে আমার ধন্যবাদ। এখন তাকিয়ে আছি অস্কার মঞ্চের দিকে।"
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরের চূড়ান্ত মনোনয়নের যে তালিকা ঘোষণা করা হয়েছে; তাতে সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ওপেনহাইমার'।
আগামী ১০ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের সোনালি ট্রফি।
'ওপেনহাইমার' সিনেমায় বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারে চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি বাফটা পুরস্কার হাতে নিয়ে বলেন, "নোলানকে সবার আগে কিছু বলতে চাই। সেটা হল, এই চরিত্রের জন্য আমাকে সেরকম চেষ্টা করতে হয়েছে, যা সমুদ্রে ডুবে যাওয়া মানুষ বাঁচার জন্য করে।"
আলোচিত সিনেমা 'পুওর থিংসে' অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। এছাড়া সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশ্যাল ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।
'ওপেনহাইমার' ও 'পুওর থিংস' ছাড়া 'দ্য জোন অব ইন্টারেস্ট' বাফটার তিন শাখায় এবং 'দ্য হোল্ডওভার্স' দুই শাখায় পুরস্কার পেয়েছে।
হলিউডে গত বছরের সবচেয়ে সফল সিনেমা 'বার্বি' বাফটায় পাঁচটি বিভাগে মনোনয়ন পেলেও কোনো পুরস্কার জেতেনি।
বাফটায় বিজয়ী যারা
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা পার্শ্ব অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ (দ্য হোল্ডওভার্স)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
বিদেশি ভাষার সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: টোয়েন্টি ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড সিনেমা: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ ও ও চুল সজ্জা: পুওর থিংস
সেরা গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস