শুভশ্রী ইনস্টাগ্রামে জানান, তাদের কন্যা সন্তানের নাম ইয়ালিনি; যা দেবী সরস্বতীর আরেকটি নাম।
Published : 01 Dec 2023, 03:19 PM
কন্যা সন্তানের মা-বাবা হলেন শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী; সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর নিজেই দিলেন তারা।
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুভশ্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেন বলে আনন্দবাজার জানিয়েছে।
সেই দিন এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সাথে সুখবর ভাগ করে নিতে রাজ লেখেন, “আমাদের পরিবারে এক মুঠো মিষ্টি ভালবাসা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধু ভালবাসা এবং আশীর্বাদ চাইছি।”
Our home has been blessed with a sweet little bundle of Love. We're extremely overjoyed! Seeking only love & blessings for our little princess.
— Raj chakrabarty (@iamrajchoco) November 30, 2023
অন্যদিকে রাজ সুখবর জানানোর কিছুক্ষণ পরেই শুভশ্রী ইনস্টাগ্রামে তাদের কন্যা সন্তানের নাম প্রকাশ করেন।
ইনস্টাগ্রামে শুভশ্রী লিখেছেন, “ইয়ালিনি আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত।”
দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনি। রাজ-শুভশ্রীর ছেলের নাম ইউভান। আদ্যক্ষরে মিল রেখেই মেয়ের নামকরণ করেছেন তারা।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী। ২০২০ সালের সেপ্টেম্বরে পুত্র সন্তান ইউভানের জন্ম হয়।