সিনেমার নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, নায়িকা তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
Published : 30 Aug 2023, 06:13 PM
আড়াই দশক ধরে তিনি কাজ করছেন লাইট-ক্যামেরার পেছনে, তার নির্দেশনায় অভিনয়শিল্পীরা সিনেমা-নাটক-বিজ্ঞপনের গল্প তুলে ধরেছেন পর্দায়। সেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জীবনে প্রথমবার আসছেন অভিনয়ে এবং নিজের পরিচালনার চলচ্চিত্রে।
ফেইসবুকে এক পোস্টে সেই সিনেমা ও প্রথম অভিনয়ের খবর দিয়েছেন ফারুকী নিজেই। সিনেমার নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, নায়িকা তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এই সিনেমাটি ফারকী তৈরি করছেন‘মিনিস্ট্রি অব লাভ’ এর আওতায়। সম্প্রতি ১২ জন নির্মাতাকে নিয়ে শুরু হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি উদ্যোগ। এই নির্মাতাদের পরিকল্পনা হল ভালোবাসার গল্প নিয়ে তারা সিনেমা বানাবেন। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছাড়াও মিনিস্ট্রি অব লাভ’র জন্য ফারুকী ‘মনোগ্যামী’ নামের আরেকটি সিনেমা তৈরি করছেন।
এছাড়া ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে ফারুকী যাচ্ছেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এই উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
পোস্টে ফারুকী তার ২৫ বছরের নির্মাণ সারমর্ম অল্প কথায় তুলে ধরেন।
ফারুকী বলেন, “গত পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি- এইসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।”
অভিনয় করবেন কি করবেন না- সেই সিদ্ধান্তহীনতা এবং ইতস্ততভাব কিভাবে কাটলো সেই কথাও ফারুকী শেয়ার করেন। জানালেন, স্ত্রীর সমর্থন নিয়ে পাশে থাকার কথা।
“অটোবায়োগ্রাফি” ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথমদিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিল। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয়তো আরো ভালনারেবল ব্যাপার।
“রেদওয়ান রনি গল্প শোনার পর বলল, বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে। তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, ‘এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’ তারপর তো বাকীটা ইতিহাস…..”
ফারুকী বলেন, “তৈরি হয়ে গেল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওরফে ‘অটোবায়োগ্রাফি’! মিনিস্ট্রি অব লাভের জন্য বানানো আমার দ্বিতীয় ছবি। অপেক্ষায় আছি কত দ্রুত দর্শক ছবি দুইটা দেখতে পায়! পরিশেষে, আজকের দিনটা বাংলাদেশের সিনেমার জন্য খুব সুন্দর একটা দিন। যেখানে ভ্যারাইটির গ্লোবাল বুলেটিনে হেডলাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তিনটা ছবি, একটা এপিএম প্রজেক্ট আর একজন এএফএ পার্টিসিপেন্ট এবার বুসানে নির্বাচিত। তিনটা ছবির মধ্যে তিনটাই দুই কম্পিটিশনে! হোয়াট আ বিউটিফুল ইয়ার।”
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার গল্পে একজন খ্যাতির শীর্ষে থাকা অভিনেত্রী এবং একজন নির্মাতার গল্প বলবেন ফারুকী। যে গল্পে তার প্রেম-বিয়ে-সংসার, কাজ ও পরিবার নিয়ে সংগ্রাম ফুটে উঠবে গল্পের পরতে পরতে।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছাড়াও দেশের অন্য দুইটি সিনেমা হল ইকবাল এইচ চৌধুরী নির্মিত ‘দ্য রেসলার’ ও বিপ্লব সরকার পরিচালিত ‘দ্য স্ট্রেঞ্জার’।