Published : 03 Jul 2023, 07:34 PM
মুক্তির প্রতীক্ষায় থাকা ‘বার্বি’ সিনেমাটি নিষিদ্ধ করেছে ভিয়েতনাম।
বিবিসি জানিয়েছে, চীনা মানচিত্রে দক্ষিণ চীন সাগরের যে বিশাল এলাকা মূল ভূখণ্ড চিহ্নিত করা হয়েছে, সেই বিষয়টি সিনেমার একটি দৃশ্যে উঠে আসাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
তবে বিতর্কিত ওই মানচিত্র সিনেমাটি কোন দৃশ্যে ব্যবহার করা হয়েছে, তা জানা যায়নি।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘বার্বি’ সিনেমাটি ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা।
ভিয়েতনামের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই মানচিত্রে চীনের নাইন-ড্যাশ লাইনের ‘আক্রমনাত্মক মনোভাবই’ স্পষ্ট হয়েছে।
চীনের ওই দাবির বিপক্ষে যেসব দেশ অবস্থান নিয়েছে তার মধ্যে ভিয়েতনামও আছে।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। দেশটির মানচিত্রে সেই অংশ নয়টি লাল রেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে। একেই বলা হচ্ছে ‘নাইন-ড্যাশ লাইন’।
দাবিকৃত ওই অঞ্চলের কৃত্রিম দ্বীপগুলোতে অনেকদিন ধরেই সামরিক ঘাঁটি তৈরি করছে চীন। নিজেদের দাবি জাহির করতে প্রায়ই ওই অঞ্চলে নৌমহড়াও দেয় চীন।
২০১৬ সালে হেগের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চীনের দাবির বিপক্ষে রায় দিলেও দেশটি তা মেনে নেয়নি।
শুধু ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ‘বার্বি’ সিনেমাই ‘নাইন-ড্যাশ লাইন’ বিতর্কের কারণে ভিয়েতনামে নিষিদ্ধ করা হয়েছে, তা নয়।
একই কারণে ২০১৯ সালে ড্রিমওয়ার্কসের অ্যানিমেশন সিনেমা ‘অ্যাবোমিন্যাবল’ও নিষিদ্ধ করে দেশটি। তার তিন বছর বাদে সনির অ্যাকশন সিনেমা ‘আনচার্টেড’ ভিয়েতনামে চলচ্চিত্রের লাইসেন্স ও সেন্সর কর্তৃপক্ষের অনুমতি পেতে ব্যর্থ হয়।
দুই বছর আগে ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অস্ট্রেলিয়ার স্পাই-ড্রামা ‘পাইন গ্যাপ’ দেশটি থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় নেটফ্লিক্স।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশের দাবি শুধু চীনই করে আসছে না। ভিয়েতনাম, ফিলিফিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইও আছে এই তালিকায়।