“দাদার সঙ্গে এটা আমার ষষ্ঠ গান। তবে প্রথমবার একই গানে গাইলাম। উনার মতো শিল্পীর সঙ্গে কাজ করা সবসময়ই একটি শিক্ষণীয় ব্যাপার থাকে।”
Published : 22 Apr 2024, 08:13 PM
‘হয়তো আবার’,‘শেষ সময়’,‘শান্তি আসুক ফিরে’,‘বরিষণ’,‘কেউ নেই ভালো’, শ্রোতামহলে বেশ প্রশংসিত এই গানগুলোর জুটি জয় শাহরিয়ার ও নচিকেতা।
২০১৬ সাল থেকে সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের সুর ও সংগীতায়োজনে গাইছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। শ্রোতাদের জন্য এবারই প্রথম দ্বৈতকণ্ঠে নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি। গানের শিরোনাম ‘আরেকটিবার বাঁচো’। গানটির কথা লিখেছেন তানবীর সাজিব।
গেল ১৮ এপ্রিল আজব রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে গানটি। গানটির ভিডিও নির্মাণ করেছে ‘আজব কারখানা’, যার পরিচালনায় ছিলেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রগ্রহণে ছিলেন জয় শাহরিয়ার ও জাহিদ হাসান।
গানটি মুক্তির পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান জয়।
গ্লিটজকে তিনি বলেন, “খুব ভালো সাড়া পাচ্ছি। যারাই গানটি শুনেছেন সবাই পছন্দ করছেন। যারা গানের মানুষ তাদের বাইরেও গানটি নিয়ে অনেকে ভালো লাগার কথা জানাচ্ছে। আসলে নচিকেতার ভক্ত তো সারা পৃথিবী জুড়েই, তাদের এক্সপেকটেশন সবসময় বেশিই থাকে। তাদের কাছে ভালো লাগা মানে আমাদের জন্যও ইতিবাচক বিষয়।”
নচিকাতার সঙ্গে এর আগেও অনেকগুলো গানে কাজ করেছেন, প্রথমবার গাইলেন অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, “দাদার সঙ্গে এটা আমার ষষ্ঠ গান। তবে প্রথমবার একই গানে গাইলাম। উনার মতো শিল্পীর সঙ্গে কাজ করা সবসময়ই একটি শিক্ষণীয় ব্যাপার থাকে। অনেক কিছু জানা যায়, শেখা যায়। যেটা আমার জন্য বড় পাওয়া।”
গানটি ইউটিউবে খুব একটা ভিউ টানতে পারেনি, এর কারণ কী মনে করেন এমন প্রশ্নে জয় বলেন, “এর কোনো কারণ নেই। আমরা তো আসলে ভিউয়ের জন্য গান করি না, আমরা শিল্পী, আমাদের কাজ গান করা। হতে পারে মার্কেটিংয়ের ব্যর্থতা। শুধু ইউটিউবে না, গানটি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোনা যাচ্ছে।”
নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, “জয় আমার পছন্দের গায়ক ও গীতিকার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। তানবীর সাজিবের লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।”
তানবীর সাজিব বলেন, “গান লিখছি বেশ কিছুদিন। প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ। গানের কথায় সময়কে ধরতে চেয়েছি, আশাবাদের কথা বলেছি।”
‘আরেকটিবার বাঁচো’ গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি সবাই দেখতে পারবেন জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলেও।