অন্ধ গোয়েন্দার চরিত্রে ওয়েব সিরিজে ঝড় তুলতে আসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিরিজের নাম ‘রুমি’। ট্রেইলারে চঞ্চল বললেন, ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা, আর কানা পুলিশে ছুঁলে বাহাত্তর ঘা! কি? বোঝো নাই ব্যাপারটা?” কিন্তু ব্যাপারটা বুঝতে হলে এবং একজন অন্ধ সিআইডি কর্মকর্তার অপরাধী ধরার গল্প দেখতে হলে অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত। নির্মাতা ভিকি জাহেদের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিরিজে কমেডি, ড্রামার সঙ্গে ফিলোসোফিক্যাল দিক রয়েছে। সিরিজে চঞ্চল অভিনীত রুমি চরিত্রটি শারীরিক সীমাবন্ধতা জয় করে যে কোনো রহস্যের সমাধান খুঁজতে মরিয়া। চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।
Published : 02 Apr 2024, 01:26 PM