রাজধানীর কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলে সিনেমাটি দেখানো হয়।
Published : 08 Dec 2023, 11:21 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর গড়ে তোলা সংগঠন ‘বৃহন্নলা’র উদ্যোগে সিনেমা হলে গিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ।
রাজধানীর কেরানীগঞ্জে লায়ন সিনেমা হলে বৃহস্পতিবার সিনেমাটি দেখানো হয়। সে সময় তৃতীয় লিঙ্গের জনা বিশেক মানুষের সঙ্গে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘বৃহন্নলা’র সদস্যরাও ছিলেন।
আয়োজনটির উদ্যোক্তা ‘বৃহন্নলা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, “যে মুজিব সাম্যের কথা বলেছেন, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন, সে মুজিবের মহাকাব্যের সাথে সমাজের অধিকার বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের পরিচয় ঘটানোর জন্যই আমাদের এই উদ্যোগ। সম্প্রতি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী হো-চি-মিন ইসলামকে প্রবেশ করতে ও বক্তব্য রাখতে না দেয়ার বিরুদ্ধে এটি আমাদের মৌন প্রতিবাদ।"
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চিত্রিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় সিনেমাটি। আর ভারতে মুক্তি পায় ২৭ অক্টোবর।
অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে অভিনেতা আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত এই ঐতিহাসিক সিনেমায় প্রায় দেড়শ চরিত্রের মধ্যে শতাধিক অভিনয় শিল্পী বাংলাদেশের। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।
ট্রান্সজেন্ডার অধিকার কর্মী ফারহা ফারিন সবাইকে সিনেমা দেখার আহ্বান জানিয়ে বলেন, "ভাষা হারিয়ে ফেলেছি, মনে হল জাতির পিতা মুজিবকে খুব কাছ থেকে দেখলাম। এই সিনেমাটি সবার দেখা উচিত।"
তৃতীয় লিঙ্গের লারা মির্জা বলেন, "নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। আমরা এমনই এক নিকৃষ্ট জাতি, যারা নিজেদের জাতির পিতাকে এভাবে স্বপরিবারে হত্যা করলাম, যিনি জীবনের প্রায় পুরোটা সময় আমাদের অধিকার আদায়ে জেল খেটেছেন। ছোট্ট রাসেলের কি দোষ ছিল?”
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষ সমাজে পিছিয়ে আছে অভিযোগ করে ‘বৃহন্নলা’র শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়ক আনিকা তাবাসসুম বলেন, "তাদের এগিয়ে নেওয়ার জন্য সমাজে তেমন কোনো উদ্যোগ নেই। শুধুমাত্র লিঙ্গ, ধর্ম, বর্ণের কারণে সমাজে আর কোনো বৈষম্য মেনে নেবেনা এদেশের তরুণ প্রজন্ম।"
২০১৭ সালে যাত্রা শুরু করে তরুণদের এ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তৃতীয় লিঙ্গের সদস্যদের সমাজের নানা ইতিবাচক কাজের সাথে যুক্ত করার মাধ্যমে সচেতনার বার্তা পৌঁছে দিচ্ছে সংগঠনটি।
বিশেষ করে কোভিড মহামারীর সময়ে ঢাকা মেডিকেল কলেজে করোনা রোগীদের জরুরি সেবা দিতে তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করে সাড়া ফেলে ‘বৃহন্নলা’।
এছাড়াও বৃক্ষরোপণ অভিযান, পরিচ্ছন্নতা অভিযান, একীভূত ভ্রমণসহ নানা উদ্যোগ নিয়েছে এ সংগঠন।