দুই বছর পর তারুণ্যের উচ্ছ্বাসে ভাসতে আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে সপ্তম বারের মত ‘জয়া বাংলা কনসার্ট’ এর আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।
অন্যবার ৭ মার্চ হলেও শবে বরাতের কারণে এবার এক দিন পিছিয়ে ৮ মার্চ নারী দিবসের বিকালে হচ্ছে কনসার্ট।
নারী দিবস উদযাপনে নারীদের বুধবারের কনসার্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইয়াং বাংলা। নিজেদের ফেসবুক পেইজে তারা নারীদের জন্য আলাদা করে বিশেষ নিবন্ধনও চালু করার কথা জানিয়েছে।
যে ব্যান্ডদলগুলো কনসার্টে অংশ নেবে, তাদের নিয়ে মঙ্গলবার ৭ মার্চের দিন ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান সিআরআই ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ব্যান্ড সদস্যদের তিনি জাদুঘর ঘুরিয়ে দেখান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি হলোগ্রাফিক দৃশ্যায়নও দেখানো হয় এ সময়।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারীর কারণে গত দুই বছর আর্মি স্টেডিয়ামে তারুণ্যের এই উচ্ছাস দেখা যায়নি। এবার আবার বসছে সেই আয়োজন।
সিআরআইয়ের হেড অব অপারেশনস শের ই আজাদ শামস জানান, মঞ্চে এদিন পারফর্ম করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।
কনসার্টটি দেখতে বরাবরের মতই কোনো টাকা লাগছে না। তবে নির্ধারিত সময়ে ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেইসবুক পেইজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। অনলাইনেই নিবন্ধন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকেট।
শের ই আজাদ শামস বলেন, "আজ বেলা ১২টায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের ৯টি গেইট। প্রবেশপথে অনলাইনে কাটা টিকিটের বারকোড স্ক্যান করার পর দর্শকরা প্রবেশ করতে পারবেন ভেন্যুতে।”
টিকেটে প্রদর্শিত নির্দেশনা অনুসারে হ্যান্ড ব্যাগ বা যে কোন জাতীয় ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ। মোবাইল ছাড়া অন্য যে কোনো ডিভাইসেও রয়েছে নিষেধাজ্ঞা। বিকাল ৩টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই কনসার্ট।