কালো জাদু আর বশীকরণ বিদ্যা নিয়ে তৈরি ‘শয়তান’ সিনেমার ট্রেইলার এসেছে সোশাল মিডিয়ায়। যে সিনেমায় অজয় দেবগন কেবল অভিনেতা হিসেবে নন, আছেন প্রযোজকের ভূমিকাতেও। বিকাশ বহেল পরিচালিত এই সিনেমায় অজয় ছাড়াও মাধবন, জ্যোতিকা, জানকি বোধিওয়ালাসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমায় ‘শয়তান’ রূপ ধরে আসা মাধবানের বশীকরণের হাত থেকে মেয়েকে বাঁচানোর লড়াইয়ে নামেন স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করা অজয় ও জ্যোতিকা। সেই লড়াইয়ে তারা জিতবেন নাকি মেয়েকে হারিয়ে ফেলবেন, সেই প্রশ্নের উত্তর মিলবে সিনেমা মুক্তির দিন আগামী ৮ মার্চ।
Published : 23 Feb 2024, 09:55 AM