বলিউডের অনেক তারকা পরিবারের সন্তানেরাও অভিনয়ে এগিয়ে আসছেন, তাদের সম্পর্কে প্রতিযোগিতা থাকলেও তাতে ক্ষতিগ্রস্ত হয় না বন্ধুত্ব।
Published : 20 Feb 2023, 12:39 PM
বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন, যারা ইন্ডাস্ট্রিতে এসে একে অপরকে আবিষ্কার করেননি, শৈশব-কৈশোর থেকেই তারা একে অপরের বন্ধু। আর তাদের বন্ধুত্বের ‘সাবলীল’ সম্পর্ক স্ক্রিনে ফুটে উঠেছে বারবার, যা তাদের কাজকেও করেছে সহজ। সেই তালিকায় টাইগার শ্রফ-শ্রদ্ধা কাপুর, হৃতিক রোশান-উদয় চোপড়ার নাম উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
তারকা পরিবারের দুই সন্তান আরিয়ান খান ও নভ্যা নাভেলি নন্দাও বন্ধুত্বের নজির গড়ে পরিচিত বলিউড ইন্ডাস্ট্রিতে।
বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ এবং শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুরকে একসাথে পাওয়া গিয়েছিল ‘বাঘি’ সিনেমায়। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমার নির্মাতা সাব্বির খানের ভাষ্য, “তার প্রথম কাজ ‘বাঘি’ সিনেমায় সাফল্য আসে টাইগার ও শ্রদ্ধার কারণে।“
তার মতে টাইগার ও শ্রদ্ধা দুজন বন্ধু হওয়ায় তারা একে অপরকে বুঝে নেয় ভালোভাবে। নতুন করো বোঝাপড়া করতে হয়নি, তাতে কাজটি অর্ধেক হয়ে যায়।
টাইগার জানান, তিনি তার স্কুলের বন্ধু শ্রদ্ধার প্রতি অনুরক্ত ছিলেন, যে অনুরাগের কথা কখনও বলা হয়ে ওঠেনি। কিন্তু সেই অনুভূতি বন্ধুত্বের রূপ নেওয়ায় সম্পর্কটা টিকে গেছে।
আর শ্রদ্ধা জানান, তার বাস্কেটবল খেলা পছন্দের। আর টাইগার ভালো বাস্কেটবল খেলতেন বলে সহজেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু মোদ্দা কথা হল, এই জুটি আজ অবধি ভালো বন্ধু।তাদের শেষবার একসঙ্গে পর্দায় দেখা গেছে ‘বাঘি থ্রি’ সিনেমায়।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার ছেলে আভিনেতা উদয় চোপড়া এবং নায়ক হৃত্বিক রোশানের বন্ধুত্ব স্কুলে ক্লাস ফোরে পড়ার সময় থেকে। দুই বন্ধুর ছবি, আড্ডার ভিডিও বহু সময়েই এসেছে সোশ্যাল মিডিয়ায়।
হৃত্বিক তার কয়েকটি সিনেমায় উদয়কে কোনো একটি চরিত্রে নেওয়ার চেষ্টা করলেও, ‘ফ্লপ’ অভিনেতা হিসেবে নাম ছড়ানো উদয়কে নিতে রাজি হননি নির্মাতারা।
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও অমিতাভ-জয়া বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা এখন পর্যন্ত হিন্দি সিনেমায় পা না রাখলেও তারকা পরিবারের পরিচয়ে পরিচিত তারা। আর পরিচিত তাদের দারুণ বন্ধুত্বের কারণে।
আরিয়ান-নভ্যার একসঙ্গে ঘোরাঘুরি এবং ছবি পোস্টের হিড়িকে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ানো ভারতীয় সংবাদমাধ্যমগুলোও পরে জানায়, একসঙ্গে লন্ডনে পড়াশোনা করা ছেলেমেয়ে দুটি স্রেফ ভালো বন্ধু, আলাদা কোনো সম্পর্ক নেই।
চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডের দুই ঘনিষ্ট বন্ধু শাহরুখের মেয়ে সুহানা খান এবং সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনজনের মধ্যে ইতোমধ্যে অভিনয়ে জায়গা করেছেন অনন্যা। ‘বেধড়ক’ দিয়ে অভিষেক হয়েছে শানায়ার, মাঝে শোনা গিয়েছিল সুহানাও আসছেন ইন্ড্রাস্টিতে।
তিনজনই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, তারা প্রতিযোগিতায় বিশ্বাসী, বৈরিতায় নয়। প্রয়োজনে বন্ধুত্ব টিকিয়ে রাখার টিপসও তারা বিলি করবেন।