ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সিনেমটি নেটফ্লিক্সে এসেছে বৃহস্পতিবার।
Published : 31 Jan 2025, 10:46 PM
গেল বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে সাড়া তোলা সিনেমা ভারতীয় সিনেমা ‘পুষ্পা ২’ এবার এসে গেছে ওটিটিতে।
ইন্ডিয়া টুডে লিখেছে, ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সিনেমটি নেটফ্লিক্সে এসেছে বৃহস্পতিবার।
তবে শুরুতে সিনেমার হিন্দি সংস্করণ মুক্তি পায়। শুক্রবার থেকে তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাচ্ছে সিনেমাটি।
ওটিটিতে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ভিডিওতে বাড়তি ২০ মিনিট যোগ করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর মুক্তির পর প্রথম সপ্তাহেই ৭৭২ কোটি রুপি আয় করে আলোচনায় আসে দুর্দান্ত অ্যাকশনের সিনেমা ‘পুষ্পা ২’। এ পর্যন্ত প্রেক্ষাগৃহ থেকে ১ হাজার ৭০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
সিনেমার পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন, এছাড়াও আছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিলের মত অভিনয় শিল্পীরা। এই সিনেমার প্রথম কিস্তি ‘পুষ্পাতে’ পুষ্পার উত্থান দেখানো হয়। এবার দ্বিতীয় কিস্তি দেখিয়েছে পুষ্পার দাপট।
এরিমধ্যে সিনেমার তৃতীয় কিস্তির আভাসও এসেছে।
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের ৩২ বছর বয়সী নারী রেবতীর মৃত্যুকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়ে কারাগার পর্যন্ত ঘুরে আসতে হয়েছে আল্লু অর্জুনকে।
আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রেবতী অর্জুনের সিনেমা দেখতে গিয়েছিলেন তার স্বামী ভাস্কর ও ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে।
ওই রাতে সাড়ে ১০টার দিকে সিনেমার নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন, তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।
ওই সময় অর্জুনকে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখন ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান রেবতী।
আর ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে চেতনা হারিয়েছিল শ্রীতেজ। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন শীতেজের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। শীতেজ এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে সন্ধ্যা থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।
পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।
রেবতীর মৃত্যুকে ঘিরে তার পরিবারের করা মামলায় গত ১৩ ডিসেম্বর আল্লুকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তেলঙ্গানা হাই কোর্ট নায়ককে অন্তর্বর্তী জামিন দিলেও রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছিল পর্দার পুষ্পাকে। এই ঘটনায় অর্জুনের বাড়িতে ভাংচুরও চালায় উত্তেজিত জনতা।