বনের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর আবর্জনা পরিষ্কার করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
Published : 23 Jan 2024, 03:42 PM
ভারতের জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার গাডোল বনে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে।
অভিযানে ভাসেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর, পুলিশের একজন ডিএসপি ও একজন সাধারণ সেনা নিহত হয়েছেন।
একজন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যুর কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে আরেকজনের মরদেজ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
সপ্তাহ ধরে চলা এ অভিযানে শত শত মর্টার শেল, রকেট ছোড়া হয়েছে, ব্যাপক গোলাগুলিও হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটারেরও উঁচুতে আলপাইন বনটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অবিস্ফোরিত গোলা।
বনের স্বাভাবিক পরিবেশের জন্য ক্ষতিকর এসব আবর্জনা পরিষ্কার করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
লস্কর-ই-তৈয়বার অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী গাডোল বনে লুকিয়ে আছে, এমন তথ্য পাওয়ার পর গত সপ্তাহের বুধবার অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী।
রোববার ঘটনাস্থল থেকে শনাক্তঅযোগ্য একটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন পরীক্ষার পর পুলিশ জানায়, সেটি এক বছর আগে লস্কর-ই-তৈয়বায় যোগ দেওয়া উজাইর খানের মৃতদেহ। তার অস্ত্রও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
অভিযানে ভারতীয় সেনাবাহিনীর ছত্রীসেনাসহ নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য অংশ নেয়।
সংবাদ সূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)