শুভর কাছে মুম্বাই শহর হল ‘দ্বিতীয় ঘরবাড়ি’।
Published : 30 Oct 2023, 09:17 AM
তিন বছর আগে ভারতে যে শহরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল, সেই শহরে মূল অভিনেতা আরিফিন শুভ এবার গিয়েছেন সিনেমাটির প্রচারে।
সেখানেই সংবাদিকরা লক্ষ্য করেছেন শুভ দারুণ ভালো হিন্দি বলেন।
বাংলাদেশের বাংলা ভাষাভাষীর এক অভিনেতার মুখে ‘সাবলীল’ হিন্দি শুনে চমৎকৃত হয়ে তাদের প্রশ্ন ছিল, কীভাবে ভাষা রপ্ত করলেন শুভ?
টাইমস অব ইন্ডিয়া বলছে, উত্তরে শুভ সরাসরি এর ‘দায়’ চাপালেন হিন্দি সিনেমার তারকা অভিনেতা শাহরুখ খানের ওপর।
তিনি বলেন, “দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।”
শুভর কথায় হাসির হুল্লোড় পড়ে যায় উপস্থিতদের মধ্যে। তখন এই অভিনেতা বলেন, শাহরুখসহ পছন্দের অনান্য তারকাদের হিন্দি সিনেমা বাদ দেন না তিনি। এছাড়া পারিবারিকভাবেও তারা হিন্দি চলচ্চিত্রের অনুরাগী।
“আমার বাবা ইউসুফ সাহেবের (দিলিপ কুমার) অনুরাগী। আমরা রেডিওতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো সিনেমা দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’সহ কিছু বাদ রাখিনি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই। আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।”
মুজিব সিনেমার শুটিং ভারত-বাংলাদেশ দুই জায়গা মিলিয়ে হলেও, এ কাজে শুভ তার দলবলকে মুম্বাইয়ে আসতে হয়েছে অনেকবার। দীর্ঘদিন থাকতেও হয়েছে।
তাই মুম্বাই শহর তার কাছে ‘বড় আপন’ জানিয়ে শুভ বলেন, “মুম্বাই এখন দ্বিতীয় ঘরবাড়ি।”
গত ১৩ অক্টোবর ঢাকার পরে, শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন হিন্দি সিনেমার অভিনেতা নাসির উদ্দিন শাহ। সিনেমা দেখার পর চিত্রনাট্য আর মুজিব চরিত্রে শুভর প্রশংসা করেন ভারতের বর্ষীয়ান এই অভিনেতা।
সিনেমার বিশেষ প্রদর্শনীর পর নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, “অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব কন্যা শেখ হাসিনা সিনেমাটি পছন্দ করেছেন।”