“একজন নারী হিসাবে আমি বুঝতে পেরেছি যে সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি ভুলেই গিয়েছিলাম আমি কে?”- পূজা ভাট
Published : 10 Nov 2023, 08:16 AM
ব্যক্তিগত কারণে বহুবার আলোচনায় এসেছেন পরিচালক-প্রযোজক ও নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। তার মধ্যে অন্যতম ছিল দাম্পত্য জীবন, ডিপ্রেশন ও মদ্যপান। সম্প্রতি জীবনের চড়াই-উতরাইয়ের গল্প অকপটে মেলে ধরেছেন নায়িকা।
বলে হিন্দুস্তার টাইমস বাংলা জানিয়েছে, ‘আনচেইন মাই হার্ট’ বই প্রকাশের অনুষ্ঠানে এসে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে পূজা খোলামেলা কথা বলেছেন। সে গল্পে উঠে এসেছে বোন আলিয়ার প্রসঙ্গও।
২০০৩-এ মণীষ মাখিজাকে বিয়ে করেন অভিনেত্রী। ২০১৪ সালে তাদের সেই বিয়ে ভেঙে যায়। বিবাহ-বিচ্ছেদের সময়টাকে নিজের জীবনের অত্যন্ত খারাপ সময় বলে দাবি করেছেন অভিনেত্রী।
পূজা বলেন, তার বিয়ে কোনও বেদনাদায়ক পরিস্থিতির কারণে ভাঙেনি, বরং বিষয়টা বিরক্তিকর ছিল। তারা কেউই কাউকে প্রতারণা করেননি, তাদের এই বিয়ে নিয়ে কোনো আগ্রহই ছিল না।
“একজন নারী হিসেবে আমি বুঝতে পেরেছি, সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি এমন একটা বিয়েতে আটকা পড়েছিলাম যা আমার জন্য আদৌ ঠিকঠাক ছিল না। আমি ভুলেই গিয়েছিলাম আমি কে। আমার স্বামী একজন দারুণ মানুষ ছিলেন, কিন্তু আমার মধ্যে একাকীত্ব তৈরি হয়।”
পূজা ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যান বলেও জানান নায়িকা। তিনি বাঁধা পড়ে গিয়েছিলেন, যেন কোনো শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল।
“প্রথমে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি, তারপর বোতলে ডুব দিয়ে তৃপ্তি পাওয়ার চেষ্টা করি। আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম খারাপ সম্পর্ক এবং বোতলের মধ্যে পার্থক্য কি? আমি ব্যথা থেকে মুক্তি পেতে এসব করেছি। ধীরে ধীরে যন্ত্রণা ও শূন্যতার সঙ্গে মোকাবিলা করতে শিখেছি। তারপর ধীরে ধীরে অ্যালকোহল মুক্ত হই। শান্তি ফিরে আসার পর সাত বছর হয়ে গিয়েছে।”
পূজা আরও বলেন, তার বোন আলিয়া এত সফল কারণ সে জানে কী শেয়ার করতে হবে; কোনটা কোনটা নিজের কাছে রাখতে হবে, আর কোনটা নয়। তবে তার চিন্তাধারা তার থেকে কিছুটা আলাদা।
“আমি শিখেছি যে আপনি যখন খাঁটি হন, যখন আপনি হৃদয় থেকে কথা বলেন, তখনই সংযোগটা ঘটে। যখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমি খ্যাতির চতুর্থ মৌসুম উপভোগ করছি। একজন শিল্পীর জীবনে চারটি ঋতু থাকে। প্রথমে তারা বলেন, তার সম্ভাবনা আছে, তারপর তারা বলেন, তিনি এসেছেন, তারপর তারা বলেন, তিনি শেষ হয়ে গিয়েছেন এবং তারপর আবারও বলা হয় যে, তিনি ফিরে এসেছেন। আর তাই আমি বোম্বে বেগমদের সঙ্গে ফিরে এলাম।”