পুরস্কার মঞ্চে জ্ঞান হারালেন শাহনেওয়াজ, আর ফিরলেন না

শাহনেওয়াজকে দ্রুত মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2023, 09:42 AM
Updated : 18 Feb 2023, 09:42 AM

বলিউড অভিনেতা শাহনেওয়াজ প্রধান মারা গেছেন; মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়।

শাহনেওয়াজ প্রধানের বয়স হয়েছিল ৫৬ বছর।

এনডিটিভি জানিয়েছে, শাহনেওয়াজ শনিবার রাতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান চলার সময়ে মঞ্চে বসে জানান, তার বুকে ব্যথা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান তিনি।

শাহনেওয়াজকে দ্রুত মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কয়েক মাস আগেই শাহনেওয়াজের হার্টে বাইপাস অপারেশন হয়েছিল বলেও জানিয়েছে তার পরিবার।

ওয়েব সিরিজ ‘মির্জাপুর’, ‘টোয়েন্টিফোর’, জনপ্রিয় গোয়েন্দা গল্প ‘ব্যোমকেশ বক্সী’ তে অভিনয় করে জনপ্রিয়তা পান শাহনেওয়াজ। এছাড়া ‘রইস’ ও ‘ফ্যন্টাম’ সিনেমাতেও তাকে দেখা গেছে। আরও কয়েকটি ধারাবাহিক ও সিনেমাতেও তিনি কাজ করছিলেন।

এ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সতীর্থরা। ‘মির্জাপুর’ সিরিজের সহ-অভিনেতা রাজেশ তৈলঙ্গ লেখেন, “শাহনওয়াজ় ভাই, আপনাকে শ্রদ্ধা জানাই। অসাধারণ মানুষ ছিলেন। আমার স্মৃতিতে রয়ে যাবে ‘মির্জাপুর’-এর সেট। শুটিংয়ের দিনগুলো কত মজা করেছি! সত্যিই এখনও বিশ্বাস করতে পারছি না...।”

‘লগন’ অভিনেতা যশপাল শর্মাও ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোকে মুষড়ে পড়ার কথা জানিয়েছেন শর্মাও।