নায়করাজের জন্মদিন ঘিরে ৩ দিনের আয়োজন চ্যানেল আইয়ে

এই আয়োজনে থাকছে রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ এবং বিশেষ তারকাকথন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 05:55 PM
Updated : 22 Jan 2023, 05:55 PM

নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন ২৩ জানুয়ারি সোমবার। এ উপলক্ষে টানা তিন দিন তাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হচ্ছে অনুষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে- নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ এবং বিশেষ তারকাকথন।

রোববার ‘গান দিয়ে সকাল শুরু’তে ছিল রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা। দুপুরে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত সিনেমার গান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হয় সিনেমা ‘বড় ভালো লোক ছিল’।

সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। ১২টা ৩০ মিনিটে ‘তারকা কথন’-এ রাজ্জাকের স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকতনয় সম্রাট। এদিন দুপুর ৩টায় থাকছে সিনেমা ‘অভিযান’।

২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘আয়না কাহিনি’।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রাজ্জাক, কালে তিনি বাংলাদেশের চলচ্চিত্র কিংবদন্তি হয়ে ওঠেন। ২০১৭ সালের ২১ অগাস্ট তিনি মারা যান।