‘ওয়ার’ চলচ্চিত্রের 'জয় জয় শিবশঙ্কর' এবং ‘আরআরআর’ থেকে ‘নাটু নাটু’র মিলিয়ে তৈরি হচ্ছে বিশেষ একটি নাচ।
Published : 21 Apr 2024, 02:55 PM
ভারতের হিন্দি বা দক্ষিণের বাণিজ্যিক সিনেমার অন্যতম অনুষঙ্গ হল ধুন্ধুমার হুল্লোড়ে নাচ। তাই নাচকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ‘ওয়ার টু’ সিনেমায়।
এ সিনেমার জন্য ‘ওয়ার’ চলচ্চিত্রের 'জয় জয় শিবশঙ্কর' এবং ‘আরআরআর’ থেকে ‘নাটু নাটু’র মিলিয়ে তৈরি হচ্ছে বিশেষ একটি নাচ। আর তাতে নাচবেন হৃত্বিক রোশান এবং জুনিয়ার এনটিআর।
হিন্দুস্তান টাইমস লিখেছে, গানের সিকোয়েন্স নিয়ে নির্মাতারা পরিকল্পনা সেরে ফেলেছেন।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন তরুণ নির্মাতা অয়ন মুখার্জি। মার্চের প্রথম সপ্তাহ থেকে চলছে শুটিং। দৃশ্য ধারণের অধিকাংশ কাজও হবে মুম্বাইয়ে। চলতি বছরের জুন মাসের মধ্যেই এই সিনেমার শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। আর সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল প্রথম কিস্তি ‘ওয়ার’। ওই সিনেমায় হৃতিক ও টাইগার ছাড়াও ছিলেন বাণী কাপুর।