অস্কার জয়ী ‘নাটু নাটু’ গানের মানে কী

গীতিকার চন্দ্রবোস গ্রাম্য অর্থে ‘নাটু নাটু’ শব্দের ব্যবহার করেছেন। ছোটবে‌লার গ্রামে বড় হওয়ার যে স্মৃতি, গানের নেপথ্যে রয়েছে সেই অনুপ্রেরণা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 09:32 AM
Updated : 14 March 2023, 09:32 AM

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বাঘা-বাঘা শিল্পীদের গানকে পেছনে ফেলে এবার সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’।

উপনিবেশ-বিরোধী থিম নিয়ে নির্মিত তেলেগু সিনেমার গানটি অস্কারের রাতেও মঞ্চ মাতিয়েছে, কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ গানটি পরিবেশনের পর উচ্ছ্বসিত দর্শকরা করতালিতে অভিনন্দন জানান। কিন্তু সাড়া জাগানো এই গানটির মানে আসলে কী?

তেলুগুতে ‘নাটু’ অর্থ লোকাল, গ্রামীণ বা দেশি। হিন্দিতে নাটু নাটুকে ‘নাচো নাচো’ শব্দবন্ধ হিসেবে ব্যবহার করা হয়েছে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গানের গীতিকার চন্দ্রবোস গ্রাম্য অর্থে ‘নাটু নাটু’ শব্দের ব্যবহার করেছেন। তার কথায়, ছোটবে‌লায় গ্রামে বড় হওয়ার যে স্মৃতি, গানের নেপথ্যে রয়েছে সেই অনুপ্রেরণা।

তবে সংগীত পরিচালক এমএম কিরাভানি বলছেন, নাটু অর্থ হল নিজস্বতা। গানের তালে তালে বোঝানো হয়েছে, ব্যক্তি যা করে, তা একেবারেই তার নিজস্ব।

বিষয়টি ব্যাখ্যা করে কিরাভানি বলেন, তার নিজস্ব অভিজ্ঞতা ও ভাব প্রকাশের ভিন্ন ভাষা রয়েছে। নাটু শব্দের মাধ্যমে নিজের জিনিস, নিজের সংস্কৃতির কথা বোঝানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া তেলেগু ভাষার গানটির কথা ইংরেজিতে ভাষান্তর করেছে, যার বাংলা করলে দাঁড়ায়- 

দেবীর আরাধনায় গ্রামীণ উৎসবে মূল নৃত্যশিল্পী যেভাবে নাচে

রেগে যাওয়া ষাঁড় যেভাবে মাঠের ধুলোয় ঝাঁপিয়ে পড়ে

দেবীর আরাধনায় গ্রামীণ উৎসবে মূল নৃত্যশিল্পী যেভাবে নাচে

খড়ম পরে লাঠি খেলার মত করে নাচো।

যেভাবে বটগাছের ছায়াতলে ছেলেরা জড়ো হয়

মরিচ দিয়ে খায় রুটি আর জব

আমার গান শোনো, আমার গান শোনো

আমার গান শোনো- নাটু নাটু নাটু, উন্মাদ নাটু।

নাটু নাটু নাটু, বন্য নাটু

কাঁচা লঙ্কার মতই নাটু

ধারালো ছুরির মত নাটু

ড্রাম বাজানোর মত, যা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়

পাখির তীক্ষ্ণ স্বরের মত, যা তোমার কানে বাজে

গান গাওয়ার মত, যা তোমার আঙুল নাচায়

বন্য নাচের মত, যেখানে রয়েছে উচ্চ বিট

শরীর ঘামিয়ে তোলা সেই নাচের মত

আমার গান শোনো, আমার গান শোনো

আমার গান শোনো- নাটু নাটু নাটু, উন্মাদ নাটু।

কাঁচা লঙ্কার মতই নাটু

ধারালো ছুরির মত নাটু

শরীরে রক্ত আছে বলেই নাচো

উন্মাদ হয়ে লাফাও যেন পৃথিবী কেঁপে ওঠে

তোমার প্রাণশক্তি যেন সানন্দে নাচে

তাই বাতাসে ধুলা না ওড়া পর্যন্ত লাফাও, নাটু নাটু নাটু।