নির্মাতা রোমান বলেন, “রোমান্টিক ট্রাজেডি থ্রিলারের এই চিত্রনাট্যে প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন।“
Published : 25 Oct 2023, 02:43 PM
‘নাকফুল’ ও ‘লিপস্টিক’ মুক্তির আগেই নব্বই দশকের গল্প নিয়ে ফের নতুন সিনেমায় তৃতীয়বারের মত জুটি হলেন আদর আজাদ ও পূজা চেরি।
রোববার ‘দরদিয়া’ নামের সিনেমায় চুক্তি সই করেছেন এই দুই অভিনয় শিল্পী। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিততে নির্মাতা প্রতিষ্ঠান বলেছে, পরিচালক রোমান আদর-পূজাকে নিয়ে এর আগে ‘লিপস্টিক’ নামে একটি সিনেমা তৈরির কাজ শুরু করেন।
ওই সিনেমার শুটিংয়ের কাজ বাকি থাকতেই রোমান তার নতুন কাজে জুটি হিসেবে নিলেন এই দুজনকে।
‘লিপিস্টিক’ শিগগিরই মুক্তির পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে রোমান বলেন, “‘দরদিয়া’ মূলত নাইনটিজের গল্প। রোমান্টিক ট্র্যাজেডি থ্রিলার দাঁড়াবে শেষে, যে গল্পে থাকবে প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন।
‘গোল্ড মাল্টিমিডিয়ার’ ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ‘দরদিয়া’র কাজ।
আজাদ ও পূজা জুটির তৃতীয় সিনেমা এটি। প্রথম সিনেমা ‘নাকফুল’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
আজাদ বলেন, “’দরদিয়ার’ গল্প ভালো লেগেছে। আরও ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমায় যুক্ত হতে পেরে।“
পূজা বলেন, “’দরদিয়ার’ গল্প শুনে বিনাবাক্যে রাজি হয়েছি। বলতে পারেন গল্পের প্রেমে পড়ে ফের জুটি হয়েছি আমরা। আশা করি সিনেমাটি ঠিকঠাক নির্মিত হলে দর্শকদের আরও একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারব।“
বিজয়া দশমীর দিনে তোলা কিছু ছবি ফেইসবুকে শেয়ার করে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানান পূজা।
তিনি বলেন, “দশমী মানেই আবার আরেকবছরের অপেক্ষা শুরু। এই দিনটি মাকে বিদায় জানানোর দিন। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আসছে বছর আবার হবে, তুমি ভালো থেকো, দেখা হবে আগামী বছর। অপেক্ষায় রইলাম।“