দ্বিতীয়বারের মত কনসার্ট আয়োজন করেছে কোক স্টুডিও। টিকেটের পাশাপাশি কনসার্টে আগতদের বেশকিছু নিয়ম-কানুনও মানতে হবে।
Published : 09 Nov 2023, 01:38 PM
দর্শক-শ্রোতা মাতাতে আবারও আয়োজন করা হয়েছে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট।
ঢাকার আর্মি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান। তবে কনসার্ট স্থলের গেইট খুলে যাবে কয়েক ঘণ্টা আগেই।
২০২২ সালের যাত্রা শুরুর পর দ্বিতীয় বারের মত এই কনসার্ট আয়োজন করেছে কোক স্টুডিও। এতে বাধ্যমূলক টিকেটের পাশাপাশি আগতদের বেশকিছু র্নিদেশনাও মানতে হবে।
কোক স্টুডিও বাংলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকে প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। সেইসব শিল্পী আর গান নিয়েই এ কনসার্ট।
কোক স্টুডিও বাংলার ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত প্লে-তেও কনসার্ট দেখা যাবে।
অনুষ্ঠান মাতাবেন যারা: কনসার্টে থাকবেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। এছাড়া থাকছে হাতিরপুল সেশনস এবং লালন ব্যান্ড।
কনসার্টে একটি ফুড জোন থাকবে। দর্শকদের যাতায়াত ঝামেলামুক্ত করতে রাইড শেয়ার অ্যাপ ‘পাঠাও’ এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি বিশেষ পাঠাও পিকআপ জোনের ব্যবস্থা করা হয়েছে।
দর্শকদের জন্য নির্দেশনা
• ভেন্যুতে প্রবেশের জন্য টিকেটের ডিজিটাল/প্রিন্ট কপি সঙ্গে রাখা।
• টিকেট একবার যাচাই করা হলে ভেন্যুতে প্রবেশে পুনরায় সেটি ব্যবহারযোগ্য নয়।
• ১৩ বছরের কম বয়সীরা প্রবেশ করতে পারবে না।
• বড় ব্যাগ/ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না। ছোট পার্স বা ওয়ালেট নেওয়া যাবে।
• বাইরে থেকে খাবার ও পানীয় আনা যাবে না। ভেন্যুর ফুড কোর্টে এসব পাওয়া যাবে এবং সেখানেই তা খেতে হবে।
• গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।
• ধূমপান, মদপান, মাদক গ্রহণ বা অন্য কোনো বেআইনি কাজ নিষিদ্ধ।
• নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তল্লাশি করতে পারেন।
• ল্যাপটপ, চার্জার, প্রফেশনাল ক্যামেরা, বড় ব্যাগ, লাইটার, ম্যাচবক্স, ই-সিগারেট, সিগারেট, অস্ত্র এবং ধারালো বস্তু আনা নিষেধ।
• ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষতি বা চুরির ঘটনায় আয়োজকরা দায়ী নয়।
• ভেন্যু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
• ভেন্যু বা টিকেটের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে আয়োজকরা সিদ্ধান্ত নেবে।
• অনিবার্য কারণে কর্তৃপক্ষ নতুন ভেন্যু নির্ধারণ করতে পারেন।