এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয় টনি অ্যাওয়ার্ডজয়ী আমেরিকান গায়িকা-অভিনেত্রী লরা বেনান্টিকে।
Published : 08 Apr 2023, 07:12 PM
টনি অ্যাওয়ার্ডজয়ী আমেরিকান গায়িকা-অভিনেত্রী লরা বেনান্টি সোশাল মিডিয়ায় খোলামেলা এক আলোচনায় জানালেন নিজের গর্ভপাতের কথা। মঞ্চে গাওয়ার সময়ই এই অভিজ্ঞতা নিতে হয়েছিল বলে জানান তিনি।
বৃহস্পতিবার ব্রডওয়ে-থিমড ক্রুজে পারফর্মেন্সের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে গর্ভপাতের খবরটি তিনি দেন বলে বিবিসি জানিয়েছে।
লরা নোন্টি জানান, এই ঘটনাটিই ঘটতে যাচ্ছে তা তিনি জানতেন। কারণ তার আগের রাতেই গর্ভপাতের উপসর্গ টের পেয়েছিলেন তিনি।
“ক্ষতিটি যদি প্রথমবারের মতো হত কিংবা দ্বিতীয়বার, তাহলে হয়ত চালিয়ে যেতে পারতাম না। দুর্ভাগ্যবশত গর্ভপাতের বেদনা ও শূন্যতার সাথে আমি মোটেও অপরিচিত ছিলাম না।”
তিনি জানান, স্বামী প্যাট্রিক ব্রাউনের হাতে হাত রেখে এর আগেও এমন দুর্যোগ পেরিয়ে আসেন তিনি। কিন্তু ব্যথা ও শূন্যতা সত্ত্বেও এবার এই কঠিন সময়ের সহকর্মী ও দর্শকদের পাশে পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন অভিনেত্রী।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “আমাকে শোক থেকে বের করে আনার জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমি।”
বেনান্টি আরও বলেন, “আমি ও আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে। তবে জানি, একসাথেই এই বেদনা কাটিয়ে উঠব আমরা, যেভাবে এর আগেও উঠেছি।
“তবে আপনাদের থেকে কেবলই সহানুভূতি বা মনোযোগ আকর্ষণের জন্য এসব বলছি না আমি। বরং অনেক পরিবার আছে, যারা এইভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের বোঝাতে চেয়েছি, এটা লজ্জাজনক কিছু নয়।”
গর্ভপাত চলাকালীন বেনান্টি ব্রডওয়ে-থিমড ক্রুজে ২০০০ দর্শকের সামনে পারফর্ম করছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিল অ্যালান কামিং ও জেরেমি জর্ডানের মতো তারকা।
প্যাট্রিক ও বেনান্টির দুই সন্তান রয়েছে, যাদের একজন গত বছর সারোগেসির মাধ্যমে জন্ম নেয়।