নাটকটি প্রচারিত হবে বৈশাখের দিন সকাল ৮টায়, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায়।
Published : 11 Apr 2024, 08:00 PM
শিশুদের চ্যানেল দুরন্ত টিভিতে পহেলা বৈশাখের আয়োজনে থাকছে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ২’।
এতে দেখা যাবে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির শিশুদের মধ্যে চলে নানা আয়োজন। তার মধ্যে দেয়াল পত্রিকায় বাড়ির সব সদস্য সৃজনশীল কিছু লিখবে। এসবের মধ্যে রহস্যময় এক জাদুকর এসে হাজির হয়, ঘটতে থাকে নানান মজার কাণ্ড।
নাটকটি প্রচারিত হবে বৈশাখের দিন সকাল ৮টায়, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায়।
হাসান শাহরিয়ার রচিত নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ, কাওসার; অন্যান্য চরিত্রে আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহানাজ খুশী, ফরহাদ লিমনকে দেখা যাবে।