ভক্তদের প্রশ্ন: অভিনেতা কি সুস্থ নন? এ কারণেই অভিনয় থেকে দূরে আছেন?
Published : 12 Feb 2023, 12:26 PM
অংকের হিসেবে বয়স ৫৭ হলেও বলিউডে আমির খান মানে যেন তরুণ নায়ক; আর সেই তারকার হাতে যখন লাঠি ওঠে, আলোচনাতো হবেই।
রাজস্থানের জয়পুরে রামবাগ প্যালেস একটি বিয়ের অনুষ্ঠানে লাঠি হাতে উপস্থিত হন অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়া বলিউড তারকা আমির খান। সাদা ধুতি আর পাঞ্জাবি পরে লাঠি হাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন `মিস্টার পারফেকশনিস্ট’।
‘ওয়াল্ট ডিজনি ইন্ডিয়া’র প্রেসিডেন্ট কে মাধবনের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল গেল সপ্তাহে। অনুষ্ঠানে লাঠি হাতে আমিরের ছবিটি ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ কছেন ভক্তরা।
তাদের প্রশ্ন, অভিনেতা কি সুস্থ নন? এ কারণেই অভিনয় থেকে দূরে আছেন?
টাইমস অব ইন্ডিয়া জানাল, আমির সুস্থ আছেন। লাঠি ছিল তার সাজপোশাকেরই একটি অংশ।
ছবি দেখে কেউ কেউ আবার ভেবেছেন, আমির কি এভাবেই নতুন কোনো সিনেমার লুক প্রকাশ করলেন?
টিপ্পনিও জুটেছে এই অভিনেতার কপালে। ‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার প্রসঙ্গে টেনে একজন লিখেছেন, “এছাড়া উপায় কি!”
বিয়ের এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার আরেক তারকা কমল হাসান, তিনি পড়েছিলেন ধুতির সাথে সাদা শার্ট।
বলিউড তারকা অক্ষয় কুমার, নির্মাতা, প্রযোজক করণ জোহরকেও পাওয়া যায় খোশমেজাজে।
বলিউডের আরেক তারকা অক্ষয় কুমারও হাজির হয়েছিলেন এদিন। বিয়েতে মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে ঢোলের তালে পাঞ্জাবের বিখ্যাত ‘ভাংড়া’ নাচ নাচেন।
উপস্থিত অতিথিদের পোশাকের রঙই বলে দেয় বিয়ের এ আসরের ‘থিম কালার’ ছিল সাদা ও অফ হোয়াইট।