টিকিটের দাম ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে ‘টাইগার ৩’ দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ অনুরাগীরা।
Published : 10 Nov 2023, 08:56 AM
দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে টিকেটের অগ্রিম বুকিং; তাতেই ‘পাঠান’কে টেক্কা দিয়ে ফেলেছে ‘টাইগার’।
আনন্দবাজার বলেছে, ‘টাইগার ৩’ এর প্রায় আড়াই লাখ টিকেট অগ্রিম বুকিংয়েই বিক্রি হয়ে গেছে; যার মূল্য দাঁড়ায় প্রায় আট কোটি রুপি।
এদিকে টিকেটের দাম ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ হাতছাড়া করতে নারাজ অনুরাগীরা।
গত ৫ নভেম্বর থেকে ‘টাইগার ৩’র টিকেটের অগ্রিম বুকিং শুরু হয়। মুম্বাইয়ের ওরলিতে একটি শপিংমলের প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে টিকেট; যেখানে সর্বোচ্চ ১৪৫০ টাকায় টিকেট বিক্রি হয়েছিল ‘পাঠান’ এর টিকিট। যদিও দিল্লিতে ‘পাঠান’ এর টিকেটের সর্বোচ্চ দাম উঠেছিল ২১০০ টাকা।
‘জওয়ান’ হয়ে ‘পাঠান’কে টপছিলেন শাহরুখ নিজেই। ‘জওয়ান’ এর টিকেট ২৩০০-২৪০০ রুপিতে কিনেছিল দর্শক।
সম্প্রতি কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘টাইগার ৩’। এ সিনেমায় ফের সালমানের নায়িকা হয়েছেন ক্যাটরিনা কাইফ।
সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান।
স্পাই ইউনিভার্সের এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন শাহরুখ খান ও হৃতিক রোশন। তবে সালমানের সঙ্গে একফ্রেমে তাদের দেখা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়; আর দেখা গেলেও তার উপস্থাপনা কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
দীর্ঘদিন ধরেই স্পাই ইউনিভার্সের সুপার স্পাইদের একজোট করার চেষ্টা চালাচ্ছেন আদিত্য চোপড়া। সে লক্ষ্যেই টাইগারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘পাঠান’ এর মত শামিল হচ্ছেন ‘ওয়ার’ সিনেমায় গুপ্তচর কবীরের ভূমিকায় অভিনয় করা হৃতিকও।
আরও পড়ুন:
টাইগার ৩ এ সালমান-ক্যাটরিনার মাঝে আরেক অভিনেত্রী
জানা গেল ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ