ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’ এর নতুন পোস্টার শেয়ার করে দিনক্ষণ জানিয়েছেন সালমান খান।
Published : 06 Oct 2023, 03:22 AM
‘জওয়ান’ ঝড়ের মাঝেই ‘টাইগার’ বেশে ধরা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
শনিবার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ‘টাইগার ৩’ নতুন পোস্টার শেয়ার করেছেন সালমান।
মুক্তির দিনক্ষণ জানিয়ে ক্যাপশনে লেখেন, “দিপাবলীতে ‘টাইগার ৩’ নিয়ে আসছি। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে উদযাপন করা হবে। সিনেমাটি হিন্দি তামিল ও তেলেগু ভাষায় পেক্ষাগৃহে মুক্তি পাবে।”
‘টাইগার ৩’ তে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0QeFmgMjQNKLh9JqmMwdMPZ4Tfz4njLAd8gVwnciLgPLt5XXY7PCgqPVDFuhACgj3l ]