ভিকির ভাষ্য, ক্যাটরিনা কেবল তার জীবনের আর্শীবাদ নন, ঘরের লক্ষ্মীও।
Published : 10 Dec 2023, 10:26 AM
বলিউডি নায়িকা ক্যাটরিনা কাইফের হাতে যখন কাজ থাকে তখন তার শৃঙ্খল জীবনযাপনের কঠোর নিয়মকানুন রীতিমত ভীতিকর, আর যখন অবসরে বাড়িতে থাকেন, সে সময়ের অলসতাও দেখার মত বলে জানালেন তার স্বামী অভিনেতা ভিকি কৌশল।
আর তারা স্বামী-স্ত্রী দুজনেই যখন বাড়িতে থাকেন, তখন তাদের ‘অলস পার্টি’ হয় বলেও জানিয়েছেন ভিকি।
ক্যাটরিনার কাজ এবং অবসর এং দুই সময়ের দুই রূপ এবং নিজেদের অবসর কেমন করে কাটান হয় তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন ভিকি।
ভিকি আরও বলেছেন, ঘরদোর সামলানোর কাজ তাকে দিয়ে হয় না। বিশেষ করে সংসারের খরচাপাতির খুঁটিনাটি মাথায় রাখা নাকি তার পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব পুরোপুরি ক্যাটরিনার।
ভিকি বলেন, “প্রতি সপ্তাহের হিসেব নিয়ে একদিন বসে ক্যাটরিনা। বাড়ির সব কর্মচারীকে নিয়ে লম্বা মিটিং করে। আগের সপ্তাহে কত খরচ হয়েছে, চলতি সপ্তাহে কী কী লাগবে, সবকিছু নিয়ে আলোচনা করে ক্যাটরিনা। সেই মিটিং দেখলে ভয় লাগে। কিন্তু ক্যাটরিনা যেভাবে গুছিয়ে কাজ করেন সেটিও দেখার মত। “
ভিকির ভাষ্য, ক্যাটরিনা কেবল তার জীবনের আর্শীবাদ নন, ঘরের লক্ষ্মীও। স্ত্রী তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন, সংসারে শান্তি এনেছেন বলেও ভাষ্য ভিকির।
২০২১ সালে মহা ধুমধামে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। মাঝে কিছুদিন জনপরিসরে ক্যাটরিনাকে না পাওয়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলে। এমনকি কদিন আগেও ভারতীয় সংবাদমাধ্যমে এই নায়িকার মা হওয়ার সম্ভাবনার খবর প্রকাশ হয়। পরে সেই কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভিকি।
গত নভেম্বরে মুক্তি পেয়েছে ক্যাটরিনা ও সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। এছাড়া ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভিকির ‘স্যাম বাহাদুর’।
মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম বাহাদুরে’ ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ভিকি। আর বড়দিনের আগে পর্দায় আসছে শাহরুখ খানের ‘ডানকি’, যেখানে শাহরুখের বন্ধুর ভূমিকার অভিনয় করেছেন ভিকি।