নিজের নতুন অ্যালবাম নিয়ে উদ্বেলিত এই আমেরিকান সংগীত তারকা।
Published : 20 Oct 2022, 01:24 AM
নতুন অ্যালবাম আসছে আমেরিকান সংগীত তারকা টেইলর সুইফটের; আর সেই ঘোর কেড়ে নিয়েছে তার রাতের ঘুম।
সিএনএন জানিয়েছে, নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশের জন্য অধীর হয়ে আছেন টেইলর সুইফট, সে কারণে রাতে ঘুমাতেও পারছেন না।
আগামী ২১ অক্টোবর অ্যালবামটি প্রকাশিত হবে। এটি তার দশম অ্যালবাম।
এই গায়িকা নতুন অ্যালবাম নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে স্পোটিফাই’র সঙ্গে জুটি বেঁধেছেন। সেখানে তিনি বলেন, ‘আত্ম-ঘৃণা’ এবং ‘প্রতিশোধের কল্পনা’ আজকাল তার ঘুম কেড়ে নিয়েছে।
নতুন অ্যালবামে ‘অ্যান্টি-হিরো’ শিরোনামের একটি একক গান থাকছে সুইফটের। সেই সঙ্গে লানা ডেল রে’র সঙ্গে গাইবেন ‘স্নো অন দ্য বিচ’ গানটি।
অ্যালবামের ১৩টি গানের ট্র্যাকলিস্টও শেয়ার করেছেন সুইফট। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে একটি বিলবোর্ডে ‘আই শুড নট বি লেফট টু মাই ওন ডিভাইস’ কথাটিও শোভা পাচ্ছে।