আগামী দিনে আবারও মারমার কাটকাট সিনেমা বানাতে চান রাজ চক্রবর্তী।
Published : 04 Aug 2023, 09:22 PM
দিন বদলেছে। রাজ চক্রবর্তী মানেই ব্লকব্লাস্টার হিট সিনেমা-এমনটা আর ঘটছে না। রাজ বললেন, “বাজার বদলাচ্ছে, আমাদেরও বদলানো উচিত।”
শিগগিরি ‘আবার প্রলয়’ সিরিজের হাত ধরে ওয়েব মাধ্যমে পা রাখছেন রাজ। এ সিরিজে শ্বাশত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর মতো তুখোড় অভিনেতাদের দেখা যাবে।
কেন ‘আবার প্রলয়’কেই বেছে নিলেন?
সেই প্রশ্নের জবাবে সম্প্রতি আনন্দবাজারকে রাজ জানান, “প্রলয় আমার খুবই পছন্দের একটা বিষয়। ছোট পর্দায় আমি এটা নিয়ে কাজ করেছিলাম। তারপর বড় পর্দায় আমার প্রথম প্রযোজনা ছিল প্রলয়। ‘আবার প্রলয়’ একদম কমার্শিয়াল একটা প্যাকেজ। আমি এতদিন যেটা ভেবেছি করব বলে সেটা অবশেষে বাস্তবায়িত হল। তবে এই সিরিজের সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র ছাড়া সিনেমার আর কোনো মিল নেই।”
সিরিজটিতে অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দেবেন ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটি। একেবারে ভিন্ন লুকে দেখা দেবেন তিনি।
চরিত্রটির বিশেষত্ব নিয়ে রাজ বলেন, “আমি তাকে বলেছিলাম, তাকে সবাই এতদিন যেভাবে দেখে এসেছে, তার থেকে লুক একদমই আলাদা হবে। কিন্তু এখানে তাকে আদতে কীভাবে দেখা যাবে, চরিত্র কেমন, সেটা বললে সিরিজের মজা নষ্ট হবে। তাই সাসপেন্স থাক।”
‘বোঝে না সে বোঝে না’র পর আগের মতো সুপার হিট সিনেমা দিতে পারছেন কেন, সে প্রসঙ্গে রাজের বলেন, “সত্যিই ব্লকব্লাস্টার হিট হয়নি অনেকদিন। কিন্তু কেন সেটা আমিও ভাবছি।
“তবে ‘বোঝে না সে বোঝে না’র পর কিন্তু সুপারহিট সিনেমা হয়েছে। তাছাড়া ২০১৫-১৬ এর পর বাংলা সিনেমার বাজার বদলে গেছে। আমাদের তাই উচিত নিজেদের ধারা বদলানো। আমি আগামী দিনে আবারও মারমার কাটকাট সিনেমাই করব।”