পরিচালকের বিছানায় যাওয়ার প্রস্তাবও পেয়েছিলাম: ফন্ডা

কৌশলে সেই প্রস্তাব এড়িয়েছিলেন এই হলিউড তারকা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 07:09 AM
Updated : 20 May 2023, 07:09 AM

মিটু আন্দোলন খুলে দিয়েছে হলিউডের প্যান্ডোরার বক্স; অতীতের অপ্রকাশ্য সব কথাও আসছে বেরিয়ে। এর সর্বশেষ সংযোজন জেন ফন্ডা।

অস্কারজয়ী এই অভিনয়শিল্পী বলেছেন, সিনেমায় ‘যৌন দৃশ্যে’ হাতেকলমে বোঝানোর ছলে এক নির্মাতা তাকে বিছানায় নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। তবে কৌশলে ওই প্রস্তাব এড়িয়ে যান তিনি।

বর্তমানে ৮৬ বছর বয়সী ফন্ডাকে ‘ফিটনেস বস’ বলা হয়, তিনি গত সপ্তাহে টক শো ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ এ হাজির হয়ে এই তথ্য প্রকাশ করেন বলে জানিয়েছে সিএনএন।

ওই শোয়ে ‘প্লিড দ্য ফিফথ’ শিরোনামের বিভাগে একটি বিষয়ে জানতে চেয়ে ফন্ডাকে বলা হয়, “একবার এক চলচ্চিত্রকার আপনাকে টার্গেট করেছিলেন, এবং আপনি তাকে প্রত্যাখ্যানও করেছিলেন।”

এরপর গড়গড়িয়ে সেই ঘটনা বলে দেন ফন্ডা- “তিনি হলেন ফরাসি পরিচালক রেনে ক্লিমঁ, যিনি মারা যান ১৯৮৬ সালে।”

কোন সিনেমায় কাজ করার সময় ওই ঘটনা ঘটেছিল, ফন্ডা তা বলেননি। সিএনএন বলছে, ফন্ডা রেনে ক্লিমঁর সঙ্গে তার ‘লে ফিলাঁ’ সিনেমায় অভিনয় করেন ১৯৬৪ সালে। ওই সিনেমার চিত্রনাট্য ক্লিমেঁর আংশিক লেখা।

উপস্থাপক অ্যান্ডি কোহেন জানতে চান, নির্মাতার ওই প্রস্তাব কি সিনেমায় অভিনয়ের ‘পাস’ ছিল?

ফন্ডা উত্তর দেন, “নির্মাতা আমার সঙ্গে যৌনক্রিয়ায় যেতে চেয়েছিলেন। কারণ তিনি বিছানায় আমার পারফরমেন্স দেখতে চেয়েছিলেন।”

এ কথায় কোহেন বলে উঠেন, “তুমি কি আমার সঙ্গে মজা করছ?”

ফন্ডা বলেন, “তিনি (পরিচালক) কিন্তু ফরাসি ভাষায় ওই প্রস্তাব দিয়েছিলেন আমাকে। আর আমি ভান করেছিলাম, যেন কিছুই বুঝতে পারছি না।”

এরপর জেন ফন্ডা উপস্খাপকের উদ্দেশে বলেন, “ছেলে শোন তবে, তোমার জন্য আরও গল্প আছে, কিন্তু আজ আমাদের সময় নেই।”

সেই স্বল্প সময়েই ফন্ডা জানান, তিনি একবার প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন এবং অভিনেত্রী গ্রেটা গার্বোকে একসঙ্গে নগ্ন অবস্থায় সাঁতার কাটতে দেখেছিলেন।

সেটা কবে? ফন্ডা বলেন, “আমরা যখন ‘অন গোল্ডেন পন্ড’র শুটিং করছিলাম, তখন জ্যাকসন এসেছিলেন এবং লেকে আমার একটি ছোট কটেজ ছিল। সে সময় এক সুন্দর জ্যোৎস্না রাতে পপ তারকা নগ্ন হয়ে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন।

“লেকের ঠাণ্ডা পানিতে সাঁতরে জ্যাকসন আর গার্বো যখন উঠে এসেছিলেন, আমার মনে আছে তার (মাইকেল জ্যাকসন) সুঠাম শরীর দেখে মনে হয়েছিল, একজন খেলোয়াড়ের শরীর দেখছি।”

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ‘ক্লুট’ ও ‘কামিং হোম’ সিনেমার জন্য দুবার সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন ফন্ডা। আরও পাঁচবার অ্যাকাডেমি পুরস্কারের জন্য তিনি মনোনীতও হয়েছিলেন।

ওই শোয়ে কোহেনের জিজ্ঞাসা ছিল সব মনোনয়নের মধ্যে কোনটি ফন্ডার বিচারে যোগ্য কাজ।

তখন ফন্ডা বলেন, “১৯৮২ সালের সিনেমা ’অন গোল্ডেন পন্ড’ আমার কাছে দুর্দান্ত কাজ। সেখানে আমার বাবা হেনরি ফন্ডার সঙ্গে অভিনয় করেছিলাম।”

সোজাসাপ্টা কথা বলে দেওয়ার জন্য ফন্ডা বরাবরই আলোচিত। এর আগে একবার তিনি ‘দ্য এডিট’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে শৈশবে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছিলেন।

এছাড়া একবার ধর্ষণেরও শিকার হয়েছিলেন তিনি। এমনকি চাকরিজীবনে এক ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া শারীরিক সম্পর্কের প্রস্তাব গ্রহণ করেননি বলে তাকে চাকরি হারাতে হয় বলেও জানিয়েছিলেন ফন্ডা।