শাহরুখের সঙ্গে 'ধুম ৪' সিনেমার কথা পাকাপাকি করে ফেলেছেন নির্মাতা আদিত্য চোপড়া।
Published : 29 Dec 2023, 06:50 PM
বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান 'যাশরাজ ফিল্মস' তাদের 'ধুম' ফ্র্যাঞ্চাইজির তিন কিস্তি পাড়ি দিয়ে ফেলেছে। এই তিন পর্বেই তারা পর্দায় এনেছে নতুন নতুন নায়ক। সেই ধারায় 'ধুম ৪' সিনেমায় নতুন নায়ক ঠিক করেছে প্রযোজনা সংস্থাটি। তিনি হলেন শাহরুখ খান।
এরইমধ্যে শাহরুখও তার নতুন কাজের ঘোষণা দিয়েছেন। সিনেমার নাম না জানালেও শাহরুখ বলেছেন, আগামী মার্চ/এপ্রিল নাগাদ নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি।
ইন্ডিয়া টুডে বলেছে, শাহরুখের সঙ্গে 'ধুম ৪' সিনেমার কথা পাকাপাকি করে ফেলেছেন নির্মাতা আদিত্য চোপড়া। তৈরি হয়ে গেছে চিত্রনাট্য। শাহরুখের জুটি হিসেবে নায়িকা দীপিকা পাড়ুকোনকে ভাবছে যশরাজ ফিল্মস।
‘ধুম’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। ওই সিনেমায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওলসহ আরও অনেকে।
প্রথম সিনেমার রেশ ধরে দুই বছর পর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘ধুম ২’। সেখানে অভিনয় করেন হৃত্বিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বসু। সিরিজের দ্বিতীয় সিনেমাও দারুণভাবে ব্যবসাসফল হয়।
আর ২০১৩ সালে 'ধুম ৩' সিনেমায় অভিনয় করেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
মাইক্রো ব্লগিং সাইট 'এক্স'এ 'এসআরকে' সেশনে ভক্তদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, "আজকাল অ্যাকশন করতে দারুণ লাগছে। দেখা যাক কি হয়।"
চলতি বছরে তিনটি সিনেমা করে হ্যাটট্রিক করেছেন শাহরুখ। জানুয়ারিতে 'পাঠান' আর সেপ্টেম্বরে 'জওয়ান' সিনেমায় ধুন্ধুমার অ্যাকশনে দেখা গিয়েছে তাকে। এ দুই সিনেমা বলিউডে 'সুদিন'' ফিরিয়েছে বলে সিনে বিশ্লেষকদের ভাষ্য।
আর বছর শেষে বড়দিনের আগে মুক্তি পায় এই নায়কের 'ডানকি'। বক্স অফিসে সিনেমাটি তেমন সুবিধা করতে না পারলেও এর চিত্রনাট্য এবং অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন শাহরুখ।