'মুক্তিযুদ্ধের স্বদেশ গড়ো' স্লোগান নিয়ে প্রতি শুক্রবার বসবে এই আয়োজন, যা মার্চ মাসে জাতীয় উৎসবের মধ্য দিয়ে শেষ হবে।
Published : 24 Nov 2023, 07:54 PM
প্রতিবছরের মত এবারও শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এবারের আয়োজন উদ্বোধন করেন করেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ।
'মুক্তিযুদ্ধের স্বদেশ গড়ো' স্লোগান নিয়ে প্রতি শুক্রবার বসবে এই আয়োজন, যা মার্চ মাসে জাতীয় উৎসবের মধ্য দিয়ে শেষ হবে বলে পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতি বছর আমরা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করি। এবার নভেম্বরে শুরু হল। প্রতি শুক্রবার ঢাকার উত্তরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় পথনাটক মঞ্চায়ন হবে।"
নাটক নির্বাচনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান গিয়াস।
শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী আনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।
মামুনুর রশীদ বলেন, "এখন কানাডার টরন্টোতে বেগমপাড়া গড়ে উঠেছে। আমাদের দেশের রাজনীতিবিদ এবং আমলারা সেখানে বসে দেশ পরিচালনা করেন। লন্ডনে বসে দেশের রাজনীতির ছক করা হয়। আমাদের মূল্যবোধ ভেঙে চূড়মার হয়ে গেছে।"
দুর্নীতিবাজদের ঘৃণা করার পরিবর্তে সম্মান দেওয়া হয় মন্তব্য করে মামুনুর রশীদ বলেন, “লর্ড ক্লাইভ ভারতবর্ষে এসে লুণ্ঠন করেছিল। কিন্তু সে যখন তার দেশে ফিরে গিয়েছিল, তাকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হয়েছিল। কোনো অভিজাত অনুষ্ঠানে সে যেতে পারত না। তাকে ঘৃণা করা হয়। কিন্তু আমাদের দেশে কি কোনো দুর্নীতিবাজকে ঘৃণা করা হয়? আমরা তো দেখি দুর্নীতিবাজেরা দামি গাড়িতে ঘুরে বেড়ান। তাদের সম্মান করা হয়।"
গোলাম কুদ্দুছ বলেন, “পথনাটকে সাধারণত সমকালীন বাস্তবতা প্রাধান্য পায়। যার ফলে সময়ের একটা চিত্র কিন্তু পথনাটকে পাওয়া যায়। দেশজুড়ে আসন্ন নির্বাচনকে ঘিরে যে অপতৎপরতা শুরু হয়েছে, এরকম পরিস্থিতিতেও এই কর্মসূচিটি আয়োজন করার জন্য পথনাটক পরিষদকে ধন্যবাদ জানাই।”
পথনাটক পরিষদের অনুষ্ঠান সম্পাদক নিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা ও পথনাটক পরিষদের সহ-সভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন পথনাটক পরিষদের সহ-সাধারণ সম্পাদক আক্তারউজ্জামান কীরণ।
উদ্বোধনী আলোচনা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনায় নাটক 'ঠিকানা' মঞ্চস্থ হয়। এ নাটকের রচয়িতা আজাদ আবুল কালাম এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। পরে মঞ্চস্থ হয় নাটনন্দন এর প্রযোজনায় নাটক 'ধুপ আতরের বঙ্গপালা'। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসমা আক্তার লিজা।