অমিতাভ বলেন, “শাহরুখ আমাকে কথা দিয়েছিল যে গৌরী আমার জন্যও একটি ভ্যানিটি ভ্যান সাজিয়ে দেবে, কিন্তু কোথায় তারা?”
Published : 19 Aug 2023, 05:56 PM
একজন শাহেনশা, অন্যজন বাদশা; তারা হলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। দুজনের সম্পর্কের বুনিয়াদ শ্রদ্ধা-ভালোবাসা-স্নেহ। এমন সম্পর্কে থেকেও অমিতাভের অভিমান হয়েছে শাহরুখের ওপর। কিন্তু অমিতাভের অভিযোগ, তাকে কথা দিয়ে কথা রাখেননি শাহরুখ।
কি সেই কথা? ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ১৫ শুরু হয়েছে মাত্র। সেই শোয়ের গত সপ্তাহের এক পর্বে আসে শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রসঙ্গ।
সে সময় অন্দরসজ্জা শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা গৌরীকে নিয়ে প্রাণখুলে প্রশংসা করেন বিগ বি।
অমিতাভ জানান, কিছুদিন আগে শাহরুখের সঙ্গে একটি শুটিং সেরেছেন তিনি, সে সময় তার ভ্যানিটি ভ্যানটি মনে ধরে অমিতাভের।
বিগ বি বলেন, “ভ্যানটি দারণ, ভেতরে টিভি, চেয়ার-টেবিল, স্লাইডিং দরজা-কি নেই। এমনকি একটি ওয়াশরুমও আছে। শাহরুখ আমাকে বলেছিল, গৌরী ওই ভ্যানের ডিজাইন করেছে।“
এরপর আসে অনুযোগের পালা।
অমিতাভ বলেন, “শাহরুখ আমাকে কথা দিয়েছিল যে গৌরী আমার জন্যও একটি ভ্যানিটি ভ্যান সাজিয়ে দেবে। কিন্তু এর পর গৌরী বা ভ্যান কারোর দেখাই মেলেনি।“
এই শোয়ের একটি পর্বে হাজির হয় বচ্চনপুত্র অভিষেকের মুক্তি পাওয়া সিনেমা ‘ঘুমর’ টিম।
সেখানে অভিষেক জানান, তিনি এবং তার বাবা চেলসির সমর্থক। অমিতাভ অন্যদের চেয়ে অনেক ভালো ধারাভাষ্য দেন বলেও দাবি অভিষেকের।
এমনকি বিগ বি খেলার ভেতরে এতোটাই মিশে যান যে, টেলিভিশনের এ পাশ থেকে খোলোয়াড়দের নানা নির্দেশনা দিতে থাকেন।
এ কথা বিগ বলেন, “না না, আমার এই কাজটি অবহেলা করলে হবে না। খেলোয়াড়রা মাঝেমধ্যে আমার কথাও শোনেন কিন্তু।”
বর্ষীয়ান অভিনেতার এ কথায় হাসির ধুম পড়ে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে।