প্রসেনজিতের আগামী সিনেমার নায়িকা পূজা বন্দোপাধ্যায়।
Published : 07 May 2023, 04:01 PM
কলকাতার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাধারণত দই শশা ছাড়া তেমন কিছু খান না। এমনকি কোথাও নিমন্ত্রিত হয়ে গেলেও এড়িয়ে চলেন ভাজাপোড়া-তেলের খাবার। এমন খ্যাদাভ্যাসের এই নায়ক নিয়মের বাইরে গেলেন তার সহ অভিনেত্রীর বাড়িতে গিয়ে।
আনন্দবাজার জানিয়েছে, অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের মুম্বাইয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে বাঙালি খাবারে তাকে আপ্যায়ন করেছেন পূজা।
ইনস্টাগ্রামে পোস্ট করা পূজার ছবিতে দেখা গেছে, টেবিলে সাজানো মাছ, সঙ্গে এক বাটি ভাত। সামনে বসে আছেন প্রসেনজিৎ।
পূজা লিখেছেন, “আমার বাড়িতে তোমায় আপ্যায়ন করতে পেরে আমি ধন্য। তোমার মত মানুষকে যত্ন করতে পেরে সত্যিই খুশি। আরও বেশি কিছু রান্না করে তোমায় খাওয়াতে চাই পরের বার।”
নির্মাতা রাজা চন্দের নতুন সিনেমায় প্রসেনজিতের নায়িকা হয়ে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন পূজা। এ সিনেমায় পূজার স্বামী কুণার বর্মা এবং বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদও অভিনয় করছেন।
এদিকে কিছুদিন আগে ওয়েব সিরিজ ‘জুবিলি’ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রেখেছেন প্রসেনজিৎ। ওই ওয়েব সিরিজে শ্রীকান্ত রায় চরিত্র করে প্রশংসা কুড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেতা।