সাড়ে তিন দশক পর স্বামী রণধীরের সংসারে ববিতা কাপুর

ববিতা চাইতেন স্বামী রণধীর তার ‘কব্জায়’ থাকুক; আর মদ্যপান করে গভীর রাতে বাড়ি ফেরা ছিল রণধীরের নিয়মিত অভ্যাস, যা সহ্য করতে পারতেন না ববিতা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 06:35 AM
Updated : 5 March 2023, 06:35 AM

ফের একসঙ্গে সংসার শুরু করছেন হিন্দি সিনেমা জগতের এক সময়ের দুই অভিনয় শিল্পী রণধীর কাপুর এবং ববিতা কাপুর। বিচ্ছেদের ইতি টেনে দীর্ঘ ৩৫ বছর পর স্বামী রণধীরের সংসারে ফিরেছেন ববিতা।

নায়িকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের মা-বাবা তারা। টাইমস অব ইনডিয়া জানিয়েছে, দুই মেয়ের চেষ্টাতেই জীবনের অনেকটা সময় পেরিয়ে অবশেষে এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন রণধীর ও ববিতা।

দুই মেয়েকে নিয়ে ১৯৮৮ সালে রণধীরের বাড়ি ছেড়েছিলেন ববিতা। তবে আইনগত বিচ্ছেদে তারা যাননি। এর আগেও ২০০৭ সালে তাদের এক হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। সেই খবর উড়িয়ে দিয়ে রণধীর সে সময় বলেছিলেন, “ঘটনাটি এখনও ঘটেটি। পরিকল্পনা ছিল, কিন্তু ভাগ্য সায় দেয়নি।“

টাইমস অব ইনডিয়া লিখেছে, মুম্বাইয়ের বান্দ্রায় রণধীরের বাড়িতে গত সাত মাস ধরে বসবাস করছেন এই বর্ষীয়ান জুটি।

১৯৭১ সালে ‘কাল আজঅওর কাল’ সিনেমায় জুটি বেঁধেছিলেন রণধীর ও ববিতা, সেটি ছিল এই জুটির প্রথম সিনেমা। শুটিংয়ের সময়েই তারা একে অপরের প্রেমে পড়েন এবং সিদ্ধান্ত নেন ঘর বাঁধার। তাই সিনেমা মুক্তির পরপরই বলিউউ ইন্ডাস্ট্রির প্রভাবশালী কাপুর পরিবারের বড়বউ হয়ে আসেন ববিতা। কিন্তু বনিবনা না হওয়ায় আলাদা হয়ে যান তারা।

এর আগে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসার ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে রণধীর বলেছিলেন, তার জীবনযাপনকে ববিতা নিজের কব্জায় রাখতে চাইতেন, ওই ব্যাপারটির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। তাছাড়া নিজের মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়ে রণধীর বলেছিরেন, সেটাও ববিতা সহ্য করতে পারেননি।

“আমার মদ্যপানের অভ্যাসটা একটু বেশিই ছিল, রাত করে বাড়ি ফিরতাম, ববিতা সেটা পছন্দ করত না। সে যেভাবে আমাকে তার মত করে গড়তে চেয়েছিল সেটা হয়নি। হ্যাঁ আমাদের প্রেমের বিয়ে হলেও সংসার বেশিদিন করা হয়নি।“

রণবীরের ভাষ্য হল, তাদের দুজনকে দেখাশোনার জন্য তাদের দুই মেয়ে আছে। তাদেরকে সুন্দরভাবে বড় করা হয়েছে, তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে।

“বাবা হিসেবে আমি আর কি চাইতে পারি?”

সংসার ভাঙার পর কারিশমা-কারিনাকে নিয়ে লোখাণ্ডওয়ালা এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন ববিতা। সিঙ্গেল মাদার হয়ে একা হাতে দুই মেয়েকে মানুষ করেছেন তিনি।

আলাদা বসবাস করলেও এই দম্পতির মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল না। বরং কাপুর পরিবার তাদের যে কোনো সমস্যায় পাশে পেয়েছেন ববিতাকে। রণধীরের বিপদ-আপদ আর অসুস্থতায়ও বরাবর ছুটে গেছেন ববিতা। এছাড়া পালা-পার্বণ, পরিবারের বিয়ে বা যে কোন অনুষ্ঠান এবং বড়দিনে কাপুর পরিবারের ববিতার উপস্থিতি ছিল অপরিহার্য।

ভারতীয় সংবাদমাধ্যমকে কারিনা-কারিশমা জানিয়েছেন, তাদের বাবা-মা দুজেনরই বয়স ৭৫ পেরিয়েছে, তারা চাচ্ছিলেন এই বয়সে এসে অনন্ত দুজন একসঙ্গে থাকুন। বাবা-মাকে একসঙ্গে থাকতে রাজি করাতে পেয়ে তারাও খুশি বলে জানিয়েছেন কারিশমা ও কারিনা। 

শোনা গেছে, একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন রণধীর-ববিতা। দুজন দুজনের খেয়াল রাখছেন, যত্ন নিচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন, রেস্তোরাঁয় খাওয়াদাওয়াও সারছেন। দুই মেয়ে ও নাতি-নাতনিরাও  প্রায়ই হানা দিচ্ছে দাদু-দীদার বাড়িতেও।

রণধীর ও ববিতার বড় মেয়ে কারিশমা পর্দায় দাপট দেখিয়েছেন নব্বইয়ের দশকে। এরপর থেকে প্রেম-বিয়ের ভাঙনে বিপর্যস্ত সময় গেছে এই নায়িকার জীবনে। কারিশমাকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১২ সালে, ‘ডেনজারাস ইশক’ সিনেমায়। এরপর সিনেমা থেকে স্বেচ্ছায় সরে যান তিনি।  

১১ বছর পর চলচ্চিত্রে ফের অভিনয় করতে চলেছেন করিশামা। তার প্রত্যাবর্তন বেশ জোরেশোরেই হচ্ছে। কারিশমাকে শিগগিরই দেখা যাবে ‘মার্ডার মুবারক’ ছবিতে। হোমি অদজানিয়া পরিচালিত সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে।

অভিনেতা অভিষেক বচ্চনের সাথে কারিশমার বাগদান হলেও সে বিয়ে ভেঙে যায়। পরে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন তিনি। কিন্তু সে দাম্পত্যজীবনও সুখের হয়নি। ২০১৬ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে দুই সন্তান নিয়ে একাই আছেন কারিশমা।

এদিকে ববিতা-রণধীরের ছোট মেয়ে কারিনা কাপুর হলেন মুম্বাইয়ে পতৌদি নবাব পরিবারের একমাত্র পুত্রবধূ। শর্মিলা ঠাকুরের ছেলে সাইফ আলী খানের সাথে মেয়ের বিয়েতে ববিতার আপত্তি থাকলেও বিয়ের পর গত ১১ বছর ধরে দুই সন্তানকে নিয়ে সাইফের সঙ্গে সংসার করছেন কারিনা।

গত বছর মুক্তি পায় আমির খানের সঙ্গে কারিনার সিনেমা “লাল সিং চাড্ডা’ । কারিনা কিছুদিনের মধ্যেই মার্ভেল সিরিজের সুপারহিরো ‘ব্ল্যাক উইডো’র কণ্ঠ হয়ে আসছেন। এটি মার্ভেলের প্রথম ‘অডিবল সিরিজ’। ‘মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স: স্টার লর্ড’ অডিও’ সিরিজটি ভারতীয় দর্শকদের জন্য নিয়ে আসছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অডিবেল।