গ্র্যামিতে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' পুরস্কার জিতেছে জাকির ও মহাদেবনের ব্যান্ড 'শক্তি'র অ্যালবাম 'দিস মোমেন্ট'।
Published : 05 Feb 2024, 04:05 PM
গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে পুরস্কার জিতে আলো ছড়িয়েছেন ভারতীয় তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন এবং সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন।
গ্র্যামিতে 'বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম' পুরস্কার জিতেছে জাকির ও মহাদেবনের ব্যান্ড 'শক্তি'র অ্যালবাম 'দিস মোমেন্ট'।
সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসে বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার 'গ্র্যামি অ্যাওয়ার্ডসে'র ৬৬তম আসর।
'শক্তি' ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। গিটারে আছেন জন ম্যাকলাফলিন। তবলায় রয়েছেন জাকির হোসেন, আর বেহালায় গণেশ রাজাগোপালান।
আটটি গান নিয়ে ‘দিস মোমেন্ট’ প্রকাশ হয় গত বছরের ৩০ জুন।
‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম'র পুরস্কার ছাড়াও ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাশিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়ে শঙ্কর মহাদেবন বলেন, এই পুরস্কার তিনি তার স্ত্রীকে উৎসর্গ করতে চান।
সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। আমার দেশের জন্য আমি গর্বিত। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য।"